Share Whatsapp

২০২২-২৩ অর্থবছরের জন্য ২৬৮৯২.৬৭ কোটি টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব বিধানসভায় গৃহীত

By Our Correspondent

আগরতলা, ২৫ , : ২৪ মার্চ বিধানসভায় ২০২২-২৩ আর্থিক বছরের জন্য ব্যয় বরাদ্দের প্রস্তাব গৃহীত হয়েছে। উল্লেখ্য, গত ১৭ মার্চ অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ২০২২২৩ অর্থবছরের জন্য ২৬,৮৯২.৬৭ কোটি টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব বিধানসভায় অনুমােদনের জন্য পেশ করেছিলেন। ২৪ মার্চ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে বিরােধী দলের সদস্যদের আনা ছাটাই প্রস্তাবের বিরােধীতা করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এবং তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস বক্তব্য রাখেন। | বিরােধী দলের সদস্যদের আনা ছাঁটাই প্রস্তাবের বিরােধীতা করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী আর্থিক নিয়মানুবর্তীতায় উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলাের মধ্যে ত্রিপুরার স্থান প্রথম। সমগ্র শিক্ষা অভিযানে ত্রিপুরা বর্তমানে গ্রেড ওয়ানে আছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের প্রতিটি কলেজে প্লেসমেন্ট সেল গঠন করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় চাকরিও পেয়েছে। এগুলাে সবই আত্মনির্ভর ত্রিপুরার উদাহরণ। শিক্ষামন্ত্রী বিরােধী দলের সদস্যদের আনা বিভিন্ন ছাঁটাই প্রস্তাবের বিরােধীতা করতে গিয়ে বলেন, বর্তমানে ১৩৫টি বিদ্যালয়ে বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। যা আগে ছিলনা। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য একই প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হচ্ছে। রাজ্যে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন সবার সহযােগিতায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তােলা সম্ভব হবে।

বিরােধী দলের সদস্যদের ছাঁটাই প্রস্তাবের বিরােধীতা করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। গত চার বছরে তুলনায় অনেক বেশি কৃষি যন্ত্রপাতি কৃষকদের দেওয়া হচ্ছে। অধিক লাভজনক হওয়ায় কৃষকদের ভূট্টা, মাসকলই চাষে উৎসাহিত করা হচ্ছে। ইতিমধ্যে ২৮টি কৃষক বন্ধু কেন্দ্র চালু করা হয়েছে। আরও ৯টি কেন্দ্র চালু করার জন্য প্রস্তুত আছে। কৃষকদের আয় বাড়াতে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা হচ্ছে।

আলােচনায় তিনি রাজ্যে জলপথ ব্যবস্থার উন্নয়নের জন্য রাজ্য সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, সােনামুড়ায় ভাসমান জেটির কাজ শেষ হয়েছে। বাংলাদেশের দাউদকান্দি থেকে সােনামুড়া পর্যন্ত জলযান আসার কাজ সফল হয়েছে। সােনামুড়া থেকে মহারানী ব্যারেজ পর্যন্ত ৫২ কিলােমিটার গােমতী নদীর ড্রেজিংয়ের কাজ হাতে নেওয়া হয়েছে। পরিবহণমন্ত্রী জানান, হাওড়া নদীর উন্নতির জন্যও একটি প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে অনুমােদনের জন্য পাঠানাে হয়েছে।

ছাঁটাই প্রস্তাবের বিরােধীতা করে জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, ত্রিপুরায় রাজন্য আমল থেকেই সকল বর্ণ ও ধর্মের লােক বাস করে আসছে। রাজ্যের জনজাতিদের কল্যাণে আশির দশকে ষষ্ঠ তপশিলী অনুযায়ী ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ গঠন করা হয়েছিল। যার ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। এই সরকার জনজাতিদের সামাজিক ও অর্থনৈতিক দ্রুত উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এডিসি এলাকার অধিক ক্ষমতায়নে এই সরকার বিশ্বাসী এবং এই লক্ষ্যেই কাজ করা হচ্ছে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.