Hare to Whatsapp
পাতালকন্যা বিজেপিতে যোগ দিতেই পাহাড়ে বিজেপি-তিপ্রামথা বিরোধ বেড়েছে; চাম্পাহাউড় ও কলসীতে বিজেপি অফিসে হামলা
By Our Correspondent
আগরতলা, মার্চ ২৩, : পাতালকন্যা জমাতিয়াকে বিজেপি দলে সামিল করে নেওয়ার পর থেকে গত একসপ্তাহ কাল ধরে পাহাড়ে বিজেপি ও তিপ্রা মথা দলের মধ্যে বিরোধ মারাত্মক আকার ধারন করেছে। গতকাল বিজেপি ও তিপ্রামথার কর্মীদের মধ্যে বেশ ক’জন বিজেপি সমর্থক আহত হয়েছে।
প্রাপ্ত খবরে জানা গেছে, বাইখোড়া থানাধীন কলসী এডিসি ভিলেজের কর্তৃত্ব দখলের জের ধরে গতকাল এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রথমে তিপ্রা মথার সমর্থকরা এডিসি-র কলসী ভিলেজে কমিটির অফিসে আক্রমণ করে। সেখানে কিছু টিউবওয়েল বন্টন নিয়ে একটি বৈঠক চলছিল। তিপ্রা মথার কর্মীরা হামলা চালিয়ে চলে যাওয়ার পথে বিজেপি আফিসেও আক্রমণ করে। এঘটনা নিয়ন্ত্রণ করতে গিয়ে বাইখোড়া থানার ওসি ও একজন কনস্টেবল আক্রান্ত হয়। বিকেলে একদল বিজেপি কর্মী বাইখোড়া থানা ঘেরাও করে। পুলিশ পাচজন তিপ্রা মথা ও একজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। অভিযোগ সন্ধায় দলের সমর্থকরা বিজেপি কর্মীকে জোর করে থানা থেকে ছাড়িয়ে নেয়। এঘটনার পর এলাকায় সিআরপিএফ মোতায়েন করা হয়েছে।
এদিকে গতকাল রাতে কে বা কারা বাইখোরা বাজারে আগুন ধরিয়ে দেয়। এতে ৪০ টি দোকান পুড়ে যায়। এর আগে গত সোমবার গভীর রাতে চাম্পাহাউড় থানাধীন বন বাজারে বিজেপি অফিসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। বিজেপি-র সন্দেহ তিপ্রা মথা কর্মীরা এই কাজ করেছে। ২০২৩ সালের বিধানসভা ভোটের আর এক বছরও বাকি নেই। এরই মধ্যে পাহাড়ে বিজেপি ও মথা সমর্থকদের মধ্যে বিভিন্ন জায়গায় গত ক’দিন ধরে যেসব সংঘর্ষের ঘটনা একের পর এক ঘটে চলেছে এনিয়ে পুলিশ মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে।