Hare to Whatsapp
২৫ মার্চ নর্থ-ইস্ট মাল্টিমিডিয়া ক্যাম্পেইনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কুমার শানু : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
By Our Correspondent
আগরতলা, মার্চ ২৩, : ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলকে এইচআইভি ও নেশামুক্ত অভিযানের অঙ্গ হিসাবে আগামী ২৫ মার্চ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে নর্থ-ইস্ট মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২২ মার্চ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়ােজিত সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানিয়েছেন। তিনি আরও জানান, নর্থ-ইস্ট মাল্টিমিডিয়া ক্যাম্পেইনের অঙ্গ হিসাবে ঐদিন একটি মনােজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়ােজন করা হয়েছে। এই সাংস্কৃতিক সন্ধ্যায় দেশের অন্যতম প্রখ্যাত গায়ক কুমার শানু উপস্থিত থাকবেন। এছাড়াও রাজ্যের গর্ব সুরভী দেববর্মা, পলক মুচ্ছল, পলাশ মুচ্ছল এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের ৮টি ব্যান্ড উপস্থিত থাকবে এবং সংগীত পরিবেশন করবে।
সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে এক ভিন্ন ধরণের কর্মসূচির আয়ােজন করবে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। এছাড়াও অনুষ্ঠানটি আয়ােজনে রাজ্যের বিভিন্ন দপ্তর যেমন, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর, জনজাতি কল্যাণ দপ্তর, পূর্ত দপ্তর এবং শিক্ষা দপ্তর সহযােগিতার হাত বাড়িয়ে দেবে। তথ্যমন্ত্রী জানান, সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানটি উপভােগ করতে দর্শকদের জন্য বিনামূল্যে প্রবেশপত্রের ব্যবস্থা থাকবে। এই প্রবেশপত্রগুলাে আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডের মাধ্যমে বিতরণ করা হবে। এই অনুষ্ঠানকে ঐতিহাসিক রূপ দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর অন্যান্য দপ্তরের সহযােগিতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি উত্তর-পূর্বাঞ্চলকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরাকে এইচ আই ভি ও নেশামুক্ত করার যে আহ্বান রেখেছেন তাতে জনগণকে বিশেষ করে যুব সমাজকে সচেতন করতে এই ভিন্ন ধরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডা. দীপ দেববর্মা উপস্থিত ছিলেন।