Hare to Whatsapp
ক্রীড়া প্রতিভার বিকাশে প্রয়ােজন আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিকাঠামাে : যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী
By Our Correspondent
আগরতলা, মার্চ ১৭, : ক্রীড়া প্রতিভার বিকাশে প্রয়ােজন আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিকাঠামাে। তাই বর্তমান রাজ্য সরকার ক্রীড়া পরিকাঠামাের উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্বারােপ করেছে। ১৬ মার্চ যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী বিলােনীয়ার বি কে আই মাঠে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের শিলান্যাস করে একথা বলেন। উল্লেখ্য, ৫ কোটি টাকা ব্যয়ে বি কে আই মাঠকে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠে রূপান্তরিত করা হচ্ছে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী শ্রী চৌধুরী বলেন, রাজ্যে ক্রীড়া পরিকাঠামাের উন্নয়নে ইতিমধ্যেই আগরতলা, উদয়পুর, খােয়াই, জম্পুইজলায় সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরি করার কাজ শুরু হয়েছে। প্রত্যন্ত এলাকা থেকেও জাতীয়স্তরের ক্রীড়া প্রতিভা তুলে আনার জন্য রাজ্যে ২০৬টি কোচিং সেন্টারে ক্রীড়াসামগ্রী দেওয়া হচ্ছে। ক্রীড়াসামগ্রীর অভাবে যাতে কোনও খেলােয়াড় পিছিয়ে না পড়েন সে দিকে নজর দিয়েছে সরকার। রাজ্যের ক্রীড়া দপ্তরকে ঢেলে সাজানাে হচ্ছে। রাজ্য সরকারের বাজেটে ২০ কোটি টাকার অর্থ সংস্থান রাখা হয়েছে মাঠ তৈরির জন্য। ১৫০ জন জুনিয়র ক্রীড়া শিক্ষক শীঘ্রই নিয়ােগ করার ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিগণের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলােনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গােপ। তাছাড়াও এদিন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী রবীন্দ্র শতবর্ষ মুক্তমঞ্চে দক্ষিণ জেলার ২৪টি কোচিং সেন্টারের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। কোচিং সেন্টারগুলিকে ফুটবল, ভলিবল, হকি, কাবাডি, জুডাে খেলার সামগ্রী দেওয়া হয়।