Hare to Whatsapp
রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানাে হচ্ছে :তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
By Our Correspondent
আগরতলা, মার্চ ১৭, : বিদ্যাজ্যোতি প্রকল্পে মজলিশপুর বিধানসভা কেন্দ্রে দুটি বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে একটি হল সুকান্ত একাডেমি ইংলিশ ইডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং অপরটি হল বীরেন্দ্র নগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়। ১৬ মার্চ রাণীরবাজার নলগড়িয়াস্থিত সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মত বিদ্যালয় ভবন, জাতীয় সেবা প্রকল্পের সপ্তাহব্যাপী কর্মসূচি এবং রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, নতুন সরকার আসার পর এই বিদ্যালয়ের অনেক পরিবর্তন হয়েছে। বিদ্যালয়টিকে সিবিএসইতে রূপান্তরিত করা হয়েছে।
অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, রাজ্যে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানাে হচ্ছে। রক্তদান সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, মানব ধর্ম পালনের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য রক্তদান করা প্রয়ােজন। রাজ্যে রক্তের চাহিদা রয়েছে। সে অনুযায়ী জোগান কম। তাই রক্তদানের মাধ্যমে এই চাহিদা পূরণের চেষ্টা চলছে। এন এস এসের মাধ্যমে এই কর্মসূচি জারি রয়েছে প্রতিটি বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে ও বিশ্ববিদ্যালয়ে। রক্তদানের মাধ্যমে আমরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে পারব। তিনি যুব সমাজ, ছাত্র সমাজকে এধরণের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
আজ এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানীয়া মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য। রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অর্পনা শুরু দাস, ভাইস চেয়ারম্যান প্রবীর কুমার দাস, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, রাণীরবাজার পুর পরিষদের কাউন্সিলার গৌতম মজুমদার, সুদর্শন দেবনাথ, বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান শঙ্কর চন্দ্র সাহা, ভাইস চেয়ারম্যান টুটন দেবনাথ, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা শিমূল দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সর্বাণী দাস প্রমুখ। এ উপলক্ষে বিদ্যালয়ে আয়ােজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা সঙ্গীত এবং নাটক উপস্থাপনা করেন।