Hare to Whatsapp
মহিলাদের উন্নয়ন ছাড়া সমাজের অগ্রগতি সম্ভব নয় : উপমুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, মার্চ ১২, : ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে ১০ মার্চ চড়িলামের লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে চড়িলাম ব্লকভিত্তিক কৌশল মেলা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। উদ্বোধকের ভাষণে তিনি বলেন, মহিলাদের উন্নয়ন ছাড়া সমাজের অগ্রগতি সম্ভব নয়। সেদিকে অগ্রাধিকার দিয়ে বর্তমান রাজ্য সরকার কাজ করে চলেছে। তিনি বলেন, ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীর চিন্তাধারা অনুযায়ী কিভাবে গ্রাম পাহাড় সমতল সকল দিকে মা বােনেদের আয় বৃদ্ধি করে তাদের স্বনির্ভর করা যায়, স্বসহায়ক দলগুলিকে আরও কিভাবে এগিয়ে নেওয়া যায়, সে উদ্দেশ্যে এ ধরনের বহুবিধ প্রকল্প রাজ্যে চালু হয়েছে।
উপমুখ্যমন্ত্রী মেলায় বিভিন্ন স্বসহায়ক দলের ও বিভিন্ন দপ্তরের স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাখী কর দাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চড়িলাম পঞ্চায়েত সমিতির শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি রাজকুমার দেবনাথ, সিপাহীজলা জিলা পরিষদের সদস্যা কাকলি দেব, সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি, চড়িলাম ব্লকের বিডিও জয়দ্বীপ চক্রবর্তী প্রমুখ।