মন্ত্রিসভার বৈঠকে ১৫৩টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মার্চ ১৩, : শিক্ষা দপ্তর এবং খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরে মোট ১৫৩টি শূন্যপদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১০ মার্চ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ মার্চ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, শিক্ষা দপ্তরের অধীন রাজ্যের বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের মধ্যে পঠনপাঠন সহ কম্পিউটার সম্পর্কে জ্ঞান বর্ধনে টিআরবিটি-র মাধ্যমে ১১৮টি (পিজিটি) কম্পিউটার সায়েন্স শিক্ষক পদে নিয়োগ করা হবে।

খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরে ৩৫টি সিনিয়র স্টোর গার্ড (গ্রুপ-সি) শূন্যপদে নিয়োগ করার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে। তিনি জানান, জেআরবিটি-র মাধ্যমে সিনিয়র স্টোর গার্ড পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.