Hare to Whatsapp
আইনজীবীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতি থাকলে কড়া ব্যবস্থা করা ব্যবস্থা নেয়া হবেঃ মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, মার্চ ১০, : সম্প্রতি রাজধানী আগরতলায় নিহত আইনজীবী ভাস্কর দেব রায়ের বাসভবনে যান মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। কথা বলেন পরিবার পরিজনদের সঙ্গে। তরুণ আইনজীবীর মৃত্যুর পেছনে গাফিলতি রয়েছে কিনা, এর সঠিক তদন্ত হবে বলে, পরিবারের লোকেদের আশ্বাস দিয়ে আসেন মুখ্যমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দেয়া হয়েছে।
আজ সকালে রাজধানীর কলেজটিলা স্থিত ভাস্কর দেবরায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন খাদি বোর্ডের চেয়ারম্যান শ্রী রাজীব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে নিহতের পরিবার পরিজনেরা কান্নায় ভেঙে পড়েন। তাঁরা জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনেন। মুখ্যমন্ত্রী প্রত্যেকের কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব বলেন, এই ঘটনায় গতকালই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দেওয়া হয়েছে। দ্রুত অর্থাৎ তিন দিনের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রাথমিক যে রিপোর্ট দেয়া হয়েছে তাতে তিনি খুশি নন। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তে যদি কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠে আসে, তবে সংশ্লিষ্ট কাউকেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন দায়িত্ব পালন না করলে সরকার কড়া ব্যবস্থা নেবেই।
নিহতের পরিবারকে আর্থিক সাহায্য বা অন্য কোনো ধরনের সাহায্য দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন যে বিষয়টি ভাবনা-চিন্তা করে দেখা হচ্ছে।