Hare to Whatsapp
শুধু মাতৃভূমির মানুষের স্বাস্হ্য পরিষেবায় 'ইনফোসিস' ছেড়ে আগরতলায় 'কিউর প্লাস' স্বাস্হ্য ক্লিনিক খোললেন ত্রিপুরার কৃতি ছাত্র
By Our Correspondent
আগরতলা, মার্চ ২, : স্থানীয় মেডিকেডস স্বাস্হ্য সংস্থার সহযোগিতায় বহি রাজ্যে প্রতিষ্ঠিত ত্রিপুরার এক কৃতি যুবক এরাজ্যের গরীব লোকদের জন্য খুব কম খরচে উন্নতমানের চিকিৎসার সুযোগ নিয়ে এসেছেন আগরতলায়।
স্বস্তায় উন্নত স্বাস্থ্য পরিষেবা সরবরাহ করার জন্য "কিউর প্লাস ক্লিনিক" নাম দিয়ে আজ থেকেই এই স্বাস্হ্য পরিষেবা রাজ্যবাসীর জন্য চালু করা হয়েছে। প্রবীন কুমার বর্ধন নামে রাজ্যের ওই কৃতি যুবক এর আগে 'ইনফোসিস' সফ্টওয়্যার সলিউশনে উচ্চ পদে কর্মরত ছিলেন।
আই টি পরিষেবা ক্ষেত্রে উচ্চ পদে অধিষ্ঠিত একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হঠাৎ করে কেন স্বাস্হ্য পরিষেবা ক্ষেত্রে পা রাখতে গেলেন? এই প্রশ্নের উত্তরে আজ রাজধানীতে এক সাংবাদিক সন্মেলনে তিনি নিজেই জানান, বিলম্বে রোগ নির্নয়ের কারনে 2012 সালে তাঁর এক বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এঘটনাটি তখন তাঁর জীবনে প্রচন্ড দাগ কাটে। ছোট বোনের অকাল মৃত্যুতে গভীর ভাবে হতাশাগ্রস্হ, প্রবিন বর্ধন নামে ওই যুবক তখনি ঠিক করেন ত্রিপুরার গরীব মানুষকে যথাযথ স্বাস্হ্য পরিষেবা দিতে তিনি কিছু একটা করতে চান। এর পর থেকে তিনি তার হায়দ্রাবাদের এক বন্ধুকে সাথে নিয়ে ত্রিপুরার রোগীদের খুব কম খরচে হায়দ্রাবাদের কিছৃ হাসপাতালের মাধ্যমে উন্নত চিকিৎসার সুযোগ করে দেন। তিনি CureTech Solutions India Pvt লিমিটেঢ- এর ব্যানারে প্রথমে হায়দ্রাবাদে এই কোম্পানী চালু করেন। তার হায়দ্রাবাদের সড়যোগীর নাম কে. সুধীর রেড্ডি। তবে ত্রিপুরাতে তিনি মেডিকেডস নামে স্হানীয় একটি সংস্হার সাথে অংশীদারিত্বে এই পরিষেবার সূচনা করেছেন। আজ থেকে CurePlus Clinics নাম দিয়ে রাজধানীর আই জি এম হাসপাতাল লেন, রবীন্দ্র পল্লীতে খোলা হয়েছে তাদের নয়া ক্লিনিক।
শ্রী বর্ধন আজ আরো জানান, আগরতলা ছাড়াও বরাক উপত্যকায় চারটি সহ উত্তর-পূর্বাঞ্চলে তারা মোট 30টি পরিষেবা কেন্দ্র স্থাপন করবে। অনেক খ্যাতনামা চিকিৎসক, বিশেষজ্ঞ এখানে এসে স্বল্প খরচে দরিদ্র মানুষের সেবা দেবেন। চেষ্টা চলছে বাংলাদেশের রোগীদেরও ত্রিপুরার মাটিতে স্বাস্হ্য পরিষেবা দেওয়ার। আগামীকাল এলক্ষে শ্রী বর্ধন বা়ংলাদেশ যাচ্ছেন।
শ্রী বর্ধন জানান, ত্রিপুরার দরিদ্র রোগীদের যদি চিকিত্সার জন্য রাজ্যের বাইরে যেতে হয়, তাদের সংস্হাই খুব কম খরচে একটি জায়গায় থাকার এবং চিকিত্সার সমস্ত ব্যবস্থা করবে। এবং প্রতিদিন মাত্র 400 টাকা মাথাপিছু খরচে থাকার ও খাবারের সুবিধা দেওয়া হবে। ত্রিপুরায় আজ তাদের একমাত্র ক্লিনিকটি শ্রী কিশলয় ঘোষের মালিকানাধীন Medicaids-এর সাথে অংশীদারিত্বে শুরু হয়েছে বলেও তিনি জানিয়েছেন।