Hare to Whatsapp
বিজেপি নেতা কর্মীদের উপর হামলার অভিযোগে আটক আট কংগ্রেস নেতা কর্মীকে ৮ই মার্চ পর্যন্ত জেলে পাঠানো হল
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ২৮, : কংগ্রেসের অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা ও জালি কেইস সাজিয়ে পুলিশ আজ আট জন কংগ্রেস নেতা কর্মীকে আগামী আট মার্চ পর্যন্ত জেলে পাঠিয়েছেন। আদালতে দাড়িয়ে কংগ্রেস নেতাদের আক্ষেপ, আমাদের নেতা কর্মীদের উপর যেসব বিজেপি হার্মাদ বাহিনীরা পৈচাশিক আক্রমণ করে আহত করলো তাদের একজনকেও পুলিশ গ্রেফতার করলো না। সারারাত কংগ্রেস ভবনে দুই জন মহিলা আটকে ছিলো অফিসের ভিতরে। ভোর চারটার সময় তারা বাড়ীর উদ্দেশ্যে রওনা হলে পুলিশ তাদেরকে বাড়ী পৌছে দেওয়ার কথা বলে থানায় নিয়ে গিয়ে গ্রেফতার করে। কংগ্রেসের পক্ষে ৬জন উকিলবাবু এক ঘন্টা ধরে শুনানি করেন। কিন্তু যা হবার নয় তাই হলো।
কংগ্রেসের অভিযোগ, গনতন্ত্রের স্তম্ভ গুলোকে হাটু ভেঙ্গে রেখেছে বিজেপি সরকার। কংগ্রেস মুখপাত্র প্রশান্ত ভট্টাচার্য বলেন, আমরা ন্যায় বিচারের জন্য উচ্চ থেকে উচ্চতর আদালতে যাবো। আপামর জনতা প্রত্যক্ষ করেছে সবকিছুই। জনতাই ক্ষমতার উৎস। আগামী দিনে গণদেবতারাই স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে সমূলে উৎপাটিত করে এই রাজ্যে শান্তি ও সুশাসন কায়েম করবে বলে জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রশান্ত ভট্টাচার্য ।