Hare to Whatsapp
অস্থির রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় পুলিশী ব্যর্থতার নিন্দা জানালেন মানিক সরকার
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ২৮, : ২৬ ফেব্রুয়ারি আগরতলায় কংগ্রেস দলের সভা ভন্ডুল করতে বি জে পি দুষ্কৃতীদের কংগ্রেস অফিসে আক্রমণের নিন্দা করেছেন সি পি আই (এম) পলিট ব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷
সেদিনের ঘটনাবলী সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে বিরোধী দলনেতা আজ বলেছেন, একটা রাজনৈতিক দল তাদের একটা সভা সম্পর্কে পুলিশকে যথেষ্ট সময় দিয়ে আগাম জানিয়ে যখন সভা করতে যাচ্ছে, তার কয়েক মিনিট আগে দেখা গেলো এই সভাটা করা যাবে না বলে পুলিশ জানিয়ে দিচ্ছে৷ ততক্ষণে লোকজন জমায়েত হয়ে গেছেন৷ এরকম জায়গায় সভাটায় যে সংগঠিত ভাবে আক্রমণ করলো, ভন্ডুল করলো এবং কংগ্রেস দলের নেতা-কর্মীদের জখম করলো, এ ঘটনা অভাবনীয় এবং নিন্দনীয়৷
তিনি বলেন, বি জে পি দলের একটি মণ্ডল অফিস এবং কংগ্রেস দলের প্রধান কার্যালয় আক্রান্ত হয়েছে৷ এটারও নিন্দা করছি৷ কোনও রাজনৈতিক দলের ছোট বড় যেকোন কার্যালয়কে কাউকেই আক্রমণ করতে দেয়া যায় না৷ রাজধানী শহরের উপর এই ঘটনা ঘটানো হয়েছে৷ কোথায় নিয়ে যাচ্ছে রাজ্যটাকে! শেষ করে দিচ্ছে৷ এটা চলতে দেয়া যায় না৷ আমরা এর নিন্দা করছি৷
প্রথম থেকে শুরু করে পশ্চিম থানার সামনে কংগ্রেস ভবনকে সম্মুখে রেখে ঘন্টার পর ঘন্টা যে ঘটনা ঘটলো এনিয়ে পুলিশের ভূমিকায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেছেন, মানুষের কাছে প্রশ্ন এগুলো কতদিন চলবে? ত্রিপুরার মানুষ এভাবে চলতে দেবেন না৷ এটা হতে পারে না৷ এসমস্ত বন্ধ হওয়া দরকার৷ সব রাজনৈতিক দলকে স্বাধীনভাবে তাদের দলীয় কাজ গণতান্ত্রিক পদ্ধতিতে সংগঠিত করার সুযোগ দিতে হবে৷ এই অধিকার হরণ করা যাবে না৷