Hare to Whatsapp
কুল-গুরুর সন্মানে রক্তদান শিবির - নলগড়িয়ায় ব্যাপক সাড়া
By Our Correspondent
আগরতলা, মার্চ ৮, : কোন স্কুল কলেজের ছাত্রছাত্রী কিংবা সমাজসেবী সংগঠনের তরফে নয়, ‘রক্তদান মহৎ দান’-এই আপ্ত বাক্যটিকে সামনে রেখে এবার রক্তদানে এগিয়ে এলেন স্বয়ং নবদ্বীপ থেকে আগত কুল-গুরু ও তার শিষ্য ও শিষ্যারাও। রাজধানীর অদূরে রানীরবাজারস্থিত নলগড়িয়ার স্বর্গীয় নগেন্দ্র চন্দ্র চক্রবর্তীর বাসভবনে আজ এ ধরনের একটা রক্তদান শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে, নবদ্বীপ থেকে আগত কুল-গুরু প্রভুপদ শ্রী কিশোরকৃষ্ণ গোস্বামী ও তার ভক্তদের মধ্যে।
নবদ্বীপ থেকে আগত কুল-গুরুর সন্মানে আয়োজিত এই রক্তদান শিবিরে কুল-গুরু শ্রী গোস্বামী নিজেও রক্তদান করেন এবং একই সঙ্গে তার ৩৪ জন ভক্তও রক্ত দান করেন।
রামকৃষ্ণ মিশন বা হাতে গোনা দুই একটি সংগঠন ছাড়া আগে কোন আধ্যাত্মিক সংগঠন-এর তরফে এভাবে রক্তদান শিবির আয়োজনের খুব বেশী খবর নেই। আন্তর্জাতিক বলদেব সংঘ-এর নলগড়িয়া শাখার উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরকে ঘিরে তাই তাদের ভক্তবৃন্দদের মধ্যেই শুধু নয়, আশপাশ এলাকার মানুষের মধ্যেও ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।