Hare to Whatsapp
সংস্কৃতি ছাড়া কোন সমাজ টিকে থাকতে পারে না : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ২৭, : সংস্কৃতি ছাড়া কোন সমাজ টিকে থাকতে পারে না। সংস্কৃতি রয়েছে বলেই সমাজ সুন্দর আছে। ২৬ ফেব্রুয়ারি নির্মলা কালচারেল সােসাইটি আয়ােজিত সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন করে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। সদর মহকুমার রেন্টার্স কলােনীস্থিত দক্ষিণেশ্বরী মিলনায়তনে নির্মলা কালচারেল সােসাইটি এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ থেকে সাংস্কৃতিক কর্মশালা শুরু হয়েছে।
অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, বিভিন্ন সময় সামাজিক অবক্ষয় পরিলক্ষিত হয়। কালের গতিতে সরকারের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা এবং সামাজিক সংস্থা সমাজকে সঠিক দিশায় পরিচালিত করতে উদ্যোগী হয়। তিনি বলেন, ছেলে মেয়েদের শিশু মেলা থেকে সংস্কৃতি মনস্ক করে গড়ে তুলতে পারলে, তাদের মধ্যে আগামীদিনের পরিবার, দেশ ও সমাজ সুন্দর করার প্রয়াস জাগ্রত থাকবে। তিনি আরও বলেন, নির্মলা কালচারেল সােসাইটি বিভিন্ন সময়ে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত থাকে। শ্রী চৌধুরী বলেন, প্রতিটি ব্যক্তিকে সাংস্কৃতিক মনস্ক হতে হবে। তাহলেই তাদের কর্মকান্ডে সমাজ উদ্ভুদ্ধ হবে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন নির্মলা কালচারেল সােসাইটির সম্পাদক উৎপলা মুখার্জি। সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক ডা. আশিস কুমার বৈদ্য।