Hare to Whatsapp
বিজ্ঞান মনস্ক ছাত্র সমাজ তৈরি করার উদ্যোগ নিতে হবে সকলকে: উপমুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ২৬, : ২৫ ফেব্রুয়ারি থেকে সাব্রুম মেলার মাঠে শুরু হয়েছে দু’দিনব্যাপী দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক বিজ্ঞান, গণিত ও পরিবেশ প্রদর্শনী। সাব্রুম মেলার মাঠে বিকালে মঙ্গলদ্বীপ জ্বেলে প্রদর্শনীর উদ্বোধন করেন | উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। মেলার মাঠে উদ্বোধকের ভাষণে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, পড়াশুনার পাশাপাশি বিজ্ঞান চর্চা বাড়িয়ে বিজ্ঞান মনস্ক ছাত্র সমাজ তৈরি করার উদ্যোগ নিতে হবে সকলকে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ভারতের ভবিষ্যৎ দেখতে হলে স্কুলে যেতে হবে। ক্লাশের চেয়েও ক্লাশের বাইরে পড়াশুনা বেশি হয়। সেই জ্ঞানকে কাজে লাগানাের জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। এছাড়াও অনুষ্ঠানে ভাষণ দেন বিধায়ক শংকর রায়, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শিক্ষা আধিকারিক লক্ষণ চন্দ্র দাস। স্বাগত ভাষণ দেন সাব্রুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পােদ্দার দে। দক্ষিণ ত্রিপুরা জেলার ৮২টি বিদ্যালয়ের ১৩১টি মডেল বিজ্ঞান মেলার প্রদর্শন করা হচ্ছে।