Hare to Whatsapp
আজ দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক গণিত, বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন
By Our Correspondent
আগরতলা, ২৫ , : সাব্রুমের মেলারমাঠ প্রাঙ্গণে আগামীকাল দু’দিনব্যাপী দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক গণিত, বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন হবে। এ উপলক্ষ্যে আলােচনাচক্র ও বিতর্ক প্রতিযােগিতা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত। অনুষ্ঠানে বিশেস অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক শঙ্কর রায়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা সাজু বাহিদ, সাব্রুম মহকুমার মহকুমা শাসক দেবদাস দেববর্মা, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শিক্ষা আধিকারিক লক্ষণ চন্দ্র দাস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাব্রুম নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পােদ্দার (দে)। দ্বিতীয় দিন ২৬ ফেব্রুয়ারি সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক শঙ্কর রায়, সাব্রুম নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার (দে)। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাব্রুম মহকুমার মহকুমা শাসক দেবদাস দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক সল্প কুমার জমাতিয়া, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শিক্ষা আধিকারিক লক্ষণ চন্দ্র দাস। সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাব্রুম নগরপঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন দীপক দাস। দক্ষিণ ত্রিপুরা জেলা বিজ্ঞান মেলা ২০২১-২২ সাংগঠনিক কমিটির পক্ষ থেকে জনসাধারণকে এই মেলা ও প্রদর্শনীতে উপস্থিত থেকে একে সফল করার জন্য বিশেষভাবে অনুরােধ জানানাে হয়েছে।