Share Whatsapp

প্রাণী চিকিৎসা পরিষেবা রাজ্যের প্রান্তিক এলাকায় সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার : উপমুখ্যমন্ত্রী

By Our Correspondent

আগরতলা, ফেব্রুয়ারি ২৪, : প্রাণী চিকিৎসা পরিষেবা রাজ্যের প্রান্তিক এলাকায় সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাণীপালকদের সকল ধরনের পরিষেবামূলক সুযােগ সুবিধা গ্রহণের লক্ষ্যে পরিকাঠামাে উন্নয়নে জোর দেওয়া হয়েছে। ২৩ ফেব্রুয়ারি দক্ষিণ চড়িলামে নবনির্মিত চড়িলাম প্রাণী চিকিৎসালয়ের দ্বিতল ভবনের দ্বারােদঘাটন করে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষু দেববর্মা। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যােজনায় প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে এই ভবনটি নির্মাণে ব্যয় হয় ৫৩ লক্ষ ৮ হাজার টাকা।

রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে উন্নত চিকিৎসা পরিষেবা যুক্ত প্রাণী চিকিৎসালয় কেন্দ্র গড়ে তােলার লক্ষ্যমাত্রা নিয়ে রাজ্য সরকার কাজ করছে। বলে আশ্বাস দেন উপমুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, রাজ্যের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার চায় মানুষের সহযােগিতায় রাজ্যে উন্নয়নের ধারা বজায় থাকুক। জাতিরজনক মহাত্মা গান্ধীর স্বপ্নের গ্রাম স্বরাজের মাধ্যমে উন্নত রাজ্য গঠনের লক্ষ্যে কাজ করছে সরকার। বাড়ি বাড়ি বিনামূল্যে পানীয়জল, মহিলাদের স্বশক্তিকরণ, রাজ্যের ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় শিক্ষিত করা, পরিকাঠামােগত উন্নয়ন, স্বনির্ভর পরিবার তৈরির মতাে একাধিক জনকল্যাণমুখী কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে বর্তমানের এই সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, পূর্বে প্রাণী পালনের মাধ্যমে আয়ের উৎস সৃষ্টি করার ক্ষেত্রে উল্লেখযােগ্য কোনও পদক্ষেপ নেওয়া হয়নি এই রাজ্যে। এরফলে মাছ থেকে ডিম সবকিছুই বহিরাজ্য। থেকে আমদানি করতে হতাে। বর্তমানে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে রাজ্য সরকার দুধ, ডিম, মাংস, উৎপাদনে রাজ্যকে স্বয়ম্ভর করার লক্ষ্যে এগিয়ে চলেছে। ফলে গ্রামীণ মানুষ আর্থিকভাবে অনেকটা স্বনির্ভর হয়ে উঠেছেন। মুখ্যমন্ত্রী উন্নত গােধন প্রকল্পের মাধ্যমে দুগ্ধ উৎপাদনে স্বয়ম্ভরতার জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের উপঅধিকর্তা ড, নীপা দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুনু দত্ত, বিশিষ্ট সমাজসেবী রাজকুমার দেবনাথ। অনুষ্ঠান শেষে উপমুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যােজনায় চড়িলাম ব্লকের ১১টি পরিবারের হাতে ১টি করে উন্নত প্রজাতির শূকরছানা প্রদান করেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.