Hare to Whatsapp
প্রকাশিত হলো ত্রিপুরাইনফো- র "ত্রিপুরা ইয়ার বুক ২০২২"
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ২২, : ত্রিপুরাইনফো ডটকম-এর "ত্রিপুরা ইযার বুক"- এর নবম সংস্কারনটি আজ আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে। আজ সকালে ত্রিপুরাইনফো- র পোস্ট অফিস চৌহমুনীস্থিত অফিসে এক অনুষ্ঠানে বইটি-র আনুষ্ঠানিক আবরণ উন্মোচন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরাইনফো-র মুখ্য সম্পাদক ও বইটি-র মুখ্য উপদেষ্টা বর্ষীয়ান সাংবাদিক শেখর দত্ত, বইটি-র অন্যতম তথ্য সহায়ক স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য , বর্ষীয়ান সাংবাদিক ও ত্রিপুরা কালার্স পত্রিকার সম্পাদক সঞ্জীব দেব, ত্রিপুরা টাইমস পত্রিকার সম্পাদক মানস পাল ও বইটির প্রকাশক ও ত্রিপরাইনফো-র সম্পাদক সাংবাদিক জয়ন্ত দেবনাথ। ষোলটি চ্যাপ্টারে বিভক্ত ৪৪৮ পাতার বইটিতে ২০১৮ সাল থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ত্রিপুরায় ঘটে যাওয়া ভালো মন্দ যাবতীয় ঘটনাবলী থেকে শুরু করে সদ্য সমাপ্ত পুর ও নগর পঞ্চায়েত ভোটের অনুপূর্বিক ঘটনাবলী সঙ্কলিত হয়েছে বইটিতে। এছাড়া, এসময়ের মধ্যে ত্রিপুরারা কৃষি , শিল্পের বিকাশ থেকে শুরু করে রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ের উপরও যথাসম্ভব আলোকপাত করার চেষ্টা করা হয়েছে।
বর্ষীয়ান সাংবাদিক, সম্পাদকরা বইটি-র আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করে সবাই আশা ব্যক্ত করেছেন যে , বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষার প্রস্তুতি সহ ত্রিপুরার সর্বশেষ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে ইচ্ছুক প্রত্যেকেই এই বইটি থেকে উপকৃত হবেন।