Hare to Whatsapp
প্রধানমন্ত্রী সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার, রাজ্যের উন্নয়নে সহযোগিতা বজায় রাখার আশ্বাস প্রদান।
By Our Correspondent
আগরতলা, মার্চ ৭, : রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির ঠিক প্রাকমুহুর্তে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। উভয়ের মধ্যে বেশকিছু সময় রাজ্যের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী তার সহযোগিতা আগামীদিনেও জাড়ি রাখবেন বলে মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছেন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে, মুখ্যমন্ত্রী গত ২৪ মাসে রাজ্য সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং জনগণের সরকার গঠনের মাধ্যমে রাজ্যে উন্নয়নের গতিধারাকে ত্বরান্বিত করা হচ্ছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত সরকারি বিভিন্ন ক্ষেত্রে ডিজিটালাইজেশনের নানা উদ্যোগ গুলো তুলে ধরেন তিনি।
এই সময়ের মধ্যে রিয়াং দর্শনার্থীদের স্থায়ী বন্দোবস্ত করার সিদ্ধান্ত গ্রহণ, ২৪টি নানা পদক্ষেপের মাধ্যমে গুণগত মানসম্পন্ন শিক্ষার প্রসার ঘটানো, জনজাতিদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৮৮০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়ে কেন্দ্রের কাছে পাঠানো, অটল জলধারা মিশনের মাধ্যমে প্রতিটি বাড়িতে ২০২২ সালের মধ্যে পানীয় জল পৌঁছে দেওয়া সহ পরিকাঠামো, স্বাস্থ্য, ক্রীড়া, শিল্প ও বাণিজ্য ইত্যাদি নানা বিষয়ে রাজ্যের উন্নয়নের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
এই সময়ের মধ্যে রাজ্যবাসীর কল্যাণে যে রাজ্য সরকার, সৌভাগ্য, উজ্জ্বলা ইত্যাদির মত বহু রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্প সফলতার সঙ্গে বাস্তবায়িত করেছে, সেগুলির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এছাড়া রাজ্যের আর্থিক প্রবৃদ্ধি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি সামগ্রিক বিষয় উঠে আসে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায়।
উন্নয়ন মূলক কর্মকান্ড সম্পর্কে অবগত হয়ে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। আগামী দিনেও রাজ্যের সামগ্রিক উন্নয়নে সহযোগিতা যথাযথ ভাবে জারি থাকবে বলে তিনি মুখ্যমন্ত্রীকে জানান।
এদিন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব রাজ্যের উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির কাছে কিছু আর্থিক সাহায্যও চেয়েছেন। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে তাঁর সহযোগিতার ধারা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।