Hare to Whatsapp

কৃষকদের আধুনিক কৃষিকাজে পারদর্শী করে তুলতে সরকার অগ্রাধিকার দিয়েছে : কৃষিমন্ত্রী

By Our Correspondent

আগরতলা, ফেব্রুয়ারি ২০, : ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। দেশের অর্থনীতির বিকাশে কৃষকের আয় বৃদ্ধি করার লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকার কাজ করছে। কৃষির বিকাশ ও কৃষকদের কল্যাণে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের আধুনিক কৃষিকাজে পারদর্শী করে তুলতে সরকার অগ্রাধিকার দিয়েছে। এই লক্ষ্যেই রাজ্যের বর্তমান সরকার প্রতিটি কৃষি মহকুমায় কৃষি জ্ঞানার্জন কেন্দ্র স্থাপন করছে। ১৯ ফেব্রুয়ারি করবুকে কৃষি জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন করে একথা বলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী প্রণজিৎ সিংহরায়। তিনি বলেন, কৃষকদের কৃষিকাজের সাহায্যার্থে কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ যােজনায় বছরে ৬ হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে। রাজ্যের আড়াই লক্ষের বেশি কৃষক এই সুবিধা পেয়েছেন। করবুক মহকুমায় ১০ হাজার ৫৭৫ জন প্রান্তিক কৃষক এই আর্থিক সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন। বিশেষ করে এবছর যারা সজি চাষ করেছেন। এবং অকাল বর্ষণের জন্য ক্ষতি হয়েছেন তারাও উপকৃত হয়েছেন।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় রাজ্য সরকার বর্গাদার কৃষকদের কৃষি কাজে আর্থিক সহায়তার লক্ষ্যে ঋণের ব্যবস্থাও করেছেন। তিনি বলেন, কৃষকদের জমিতে কি কি ফসল কোন কোন সময় ফলানাে প্রয়ােজন তারজন্য দপ্তরের তরফ থেকে মাটি পরীক্ষা করানাে হচ্ছে। আগে কখনও তা হয়নি। এমএসপিতে সরকার সারা রাজ্যের বিভিন্ন স্থান থেকে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে। কৃষকরা উৎসবের মেজাজে ধান বিক্রি করছেন যা এক বলিষ্ট পদক্ষেপ রাজ্য সরকারের। প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসল নষ্ট হয়ে গেলে, আর্থিক ক্ষতি থেকে উত্তরণের জন্য ফসল বীমা যােজনা চালু করেছে সরকার। তিনি বলেন, কৃষি এবং পশুপালন যেহেতু গ্রামীণ অর্থনীতি বিকাশে প্রধান সহায়ক তাই কৃষিকে এখন থেকে পশুপালনের সাথেও যুক্ত করা হয়েছে। জমিতে কৃষি কাজের পাশাপাশি পুকুরে মাছ চাষ ও প্রাণী পালনের মাধ্যমে রাজ্যের আর্থিক বিকাশের দিকে জোর দিয়েছে বর্তমান সরকার। কৃষিমন্ত্রী বলেন, আগামীদিনে কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতির অঙ্গ হিসেবে ড্রোন ব্যবহারের মাধ্যমে কৃষি কাজের সময় ও খরচ কিভাবে বাঁচানাে যায় সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করছে।

কৃষিমন্ত্রী বলেন, করবুক মহকুমার কৃষকগণ আদা, কাঁচালঙ্কা ও তরমুজ চাষ করে মহকুমাকে বিশেষ পরিচিতি এনে দিয়েছেন। তারজন্য তিনি উপস্থিত সকল কৃষকদের ধন্যবাদ জানান। এছাড়াও তিনি কৃষকদের কৃষিকাজের পাশাপাশি দিনের একটা সময় কৃষক জ্ঞানার্জন কেন্দ্রে এসে কৃষক ও অধিকারিকদের সাথে মতবিনিময় করার জন্য আবেদন রাখেন। রাজ্যের ৩৭টি কৃষি মহকুমায় এই ধরনের কৃষক জ্ঞানার্জন কেন্দ্র খােলার পাশাপাশি প্রতিটি ব্লক এলাকায় একটি করে এই ধরনের সেন্টার খােলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

অনুষ্ঠানে বিধায়ক রঞ্জিত দাস বলেন, কৃষকদের দুয়ারে সুযােগ পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে রাজ্য সরকার। সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে আত্মনির্ভরতার লক্ষ্যে ও কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ এবং উৎপাদন খরচ হ্রাস করার উদ্যেশ্যে এই নলেজ সেন্টার। যেখান থেকে কৃষকরা জ্ঞান অর্জন করে তাদের নিজস্ব জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করবেন এবং রােজগার আরও বৃদ্ধি করতে পারবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গােমতী জেলার কৃষি উপঅধিকর্তা জয়ন্ত সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তা রাজীব দেববর্মা, জেলা উদ্যান পালন কার্যালয়ের উপঅধিকর্তা দীপঙ্কর দেব, সমাজসেবী অতীন্দ্র রিয়াং ও ধরায় ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করবুক ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অসীম ত্রিপুরা। প্রসঙ্গত উল্লেখ্য, মূল অনুষ্ঠান শেষে মন্ত্রী প্রণজিৎ সিংহরায় কৃষক জ্ঞানার্জন কেন্দ্রটির ফলক উন্মােচন করে সমস্ত ব্যবস্থাপনা ঘুরে দেখেন।




You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.