Hare to Whatsapp
ত্রিপুরার বিদ্যুত পরিষেবার মান আরো উন্নত করতে নিগমের ভারপ্রাপ্ত এম ডি গ্রাহকদের মতামত নিতে শুরু করলেন
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ১৮, : আজ ত্রিপুরা বিদ্যুৎ নিগম - এর ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর শ্রী দেবাশীষ সরকার ভােক্তাদের অভিযােগের সমাধানের জন্য খােয়াই-এ ভোক্তাদের সাথে মতবিনিময় সভা করলেন। 'বিদ্যুত বন্ধু আপনার সাথে, আপনার সমস্যার দ্রুত সমাধান' নাম দিয়ে এই জনসংযােগ অভিযানের সূচনা করলেন। বিদ্যুৎ নিগম এই ধরণের কার্যক্রম পুরাে রাজ্যজুড়ে করার পরিকল্পনা গ্রহণ করেছে।জানাগেছে, মূলত গ্রাহকদের অভিযােগ এবং পরামর্শ শােনার জন্য এই প্রচারাভিযান রাজ্য জুডে সংগঠিত হচ্ছে।
আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর শ্রী দেবাশীষ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খােয়াই জেলা পরিষদের জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা এবং ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব শ্রী অমিত রক্ষিত । অন্যান্যদের মধ্যে শ্রী স্বপন দেববর্মা, জেনারেল ম্যানেজার , টিপিজিএল , শ্রী গােপেশ ঘােষ, ডেপুটি জেনারেল ম্যানেজার, খােয়াই ইলেকট্রিক্যাল ডিভিশন, ত্রিপুরা বিদ্যুৎ নিগমের কর্পোরেট অফিস এবং খােয়াই ইলেকট্রিক্যাল ডিভিশনের অন্তর্গত সকল সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজারগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খােয়াই বৈদ্যুতিক বিভাগের অধীনস্থ সকল বৈদ্যুতিক উপবিভাগের গ্রাহক, জনপ্রতিনিধি, ঠিকাদার, টিএসইসিএল- এর কর্মচারীরাও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এমডি শ্রী সরকার অনুষ্ঠানে উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ভোক্তা এবং জনপ্রতিনিধিরা এই ধরনের অনুষ্ঠান আয়ােজনের জন্য রাজ্য সরকার এবং টিএসইসিএলকে ধন্যবাদ জানান। এমডি শ্রী সরকার আগামী দিনে বিদ্যুত পরিষেবার মান উন্নয়নের জন্য বিদ্যুৎ নিগমের বিভিন্ন নতুন উদ্যোগ এবং ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে কিছু ভোক্তা বৈদ্যুতিক খুঁটি এবং ওভারহেড লাইন ইত্যাদি স্থানান্তরের অনুরােধ করেন। তারা বলেন যে, তাদের এলাকায় বিদ্যুত সরবরাহে বড়ধরনে কোনও জটিল সমস্যা নেই। এমডি শ্রী সরকার ভােক্তাদের সুবিধার্থে টিএসইসিএল কর্তৃক প্রদত্ত বিভিন্ন অনলাইন পরিষেবার সুবিধা গ্রহণের জন্য ভােক্তাদের উৎসাহিত করেন।