Hare to Whatsapp
রাজ্যে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসুচি নিয়েছে : কৃষিমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ১৮, : কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ১৭ ফেব্রুয়ারি সাব্রুম মহকুমার রূপাইছড়ি ব্লকে ও সাতচাঁদ ব্লক এলাকাধীন সাব্রুম রেল স্টেশনের নিকটে ২টি রাইস গােডাউনের উদ্বোধন করেন। ১০০০ মেট্রিকটন বিশিষ্ট প্রত্যেকটি রাইস গােডাউন নির্মাণে ব্যয় করা হয়েছে ১ কোটি ২৫ লক্ষ টাকা। সাব্রুম রেল স্টেশন সংলগ্ন স্থানে ১টি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। কেন্দ্রটি নির্মাণে ব্যয় করা হয়েছে ৫৩ লক্ষ ৪ হাজার টাকা। এ উপলক্ষে আয়ােজিত এক কৃষক সমাবেশে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রাজ্যে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে বর্তমান। সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। বিশেষত: কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে বছরে ৬ হাজার টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হচ্ছে। সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে সরকার ধান ক্রয়ের মাধ্যমে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রয়াস নেওয়া হয়েছে। সার, কীটনাশক, সেচ ব্যবস্থা, মাটি পরীক্ষা সহ গােটা কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানাে হচ্ছে। শুধু উৎপাদন বৃদ্ধি নয় তা বিক্রিরও ব্যবস্থা করছে সরকার। দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে ত্রিপুরার কুইন আনারস, কাঠাল, গন্ধরাজ লেবু ইত্যাদি ফসল। দক্ষিণ জেলায় আজ ১০টি রাইস গােডাউন উদ্বোধন হচ্ছে বলে জানান তিনি। এই রাইস গােডাউনগুলি ভবিষ্যতে সরকারি ধান ক্রয় কেন্দ্র হিসাবে কাজ করবে বলে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক শংকর রায়, স্বাগত ভাষণ দেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতচাঁদ ব্লকের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জবা দে বিশ্বাস। উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত।