Hare to Whatsapp
জিরানীয়া কমিউনিটি হেলথ সেন্টার পরিদর্শনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ১৬, : ১৫ ফেব্রুয়ারি জিরানীয়া কমিউনিটি হেলথ সেন্টার পরিদর্শন করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এই স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা আরও কিভাবে উন্নত করা যায় তা খতিয়ে দেখতেই কমিউনিটি হেলথ সেন্টারটি পরিদর্শন করেন। একটি মহকুমা হাসপাতালে যে সকল পরিষেবা রয়েছে তা যাতে দ্রুত এই সেন্টারে দেওয়া যায় সেজন্য তিনি সেন্টারের বিভিন্ন বিভাগগুলাে ঘুরে দেখেন। কথা বলেন স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। আজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশীষ দাস, জিরানীয়ার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য, জিরানীয়া ব্লকের বিডিও উৎপল চাকমা, জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, ভাইস চেয়ারপার্সন রীতা দাস, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, ডা. রেজিনা রাঙ্খল প্রমুখ। জিরানীয়া সিএইচসি পরিদর্শন শেষে তথ্য সংস্কৃতি মন্ত্রী পরিদর্শণ করেন রাণীরবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি। সেখানেও বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন, কথা বলেন স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। উপস্থিত ছিলেন রাণীরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, এম ও আই সি ড. দীপ্তি রায় প্রমুখ।