Hare to Whatsapp
গ্রামস্তরে খেলাধুলাকে পৌছে দিতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ১৬, : নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে ক্রীড়াক্ষেত্রের সার্বিক বিকাশ ও গ্রামস্তরে খেলাধূলাকে পৌছে দিতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার। রাজ্যে উন্নত ক্রীড়াচর্চার জন্য সিন্থেটিক ফুটবল মাঠ, স্টেডিয়াম, অ্যাথলেটিক ট্রাক সহ গুচ্ছ পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে। ১৫ ফেব্রুয়ারি নরসিংগড়ে নির্মিয়মান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোজ নেন তিনি। মাঠ সহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। নির্মাণ সংস্থার পক্ষে কাজের অগ্রগতি সহ অন্যান্য বিষয়ে একটি প্রেজেন্টেশন এর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অবহিত করা হয়।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে নেশামুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গৃহিত হয়েছে। খেলাধূলার সুযােগ সম্প্রসারণেও কাজ করছে সরকার। মাঝে করােনা সংক্রান্ত কারণে কিছুটা বিলম্ব হয়েছে। কিন্তু চলতি বছরের অক্টোবর ও নভেম্বরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষমাত্রা স্থির করে দ্রুততার সাথে কাজ চলছে বলে অবহিত করা হয়েছে মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী বলেন, ১৮৫ কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়ামটি নির্মিত হচ্ছে যা খেলােয়াড় ও জনসাধারণের জন্য এক অনন্য উপহার। এদিন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়ক ডা. দিলীপ দাস, টিসিএ সভাপতি ডা. মানিক সাহা এবং টিসিএ’র অন্যান্য পদাধিকারিগণ।