Hare to Whatsapp
উদ্বাস্তু ৯৩ টি পরিবার শেষ পর্যন্ত ৮৫ দিন পরে রাজ্য সরকারের ৮০% (শতাংশ) দাবি মেনে ঘরে ফিরল।
By Our Correspondent
আগরতলা, মার্চ ৬, : আগরতলা, মার্চ ৬, : আজ ৫ ইং মার্চ কাঞ্চনপুর মণ্ডল কমিটির মন্ডল সভাপতি গৌতম রায় ও সহ-সভাপতি অরুণ নাথ সহ দুই জনের এক প্রতিনিধি আনন্দবাজারের বাঙালি উদ্বাস্তু ৯৩ টি পরিবার কে নিজ ঘরে ফেরাতে এমনকি গুলা জল কে পরিষ্কার করতে মাঠে নামেন অর্থাৎ সারাদিনব্যাপী উদ্বাস্তু ৯৩ টি পরিবারের সাথে আলোচনা ক্রমে সন্ধ্যা ৫ ঘটিকায় রাজ্য সরকারের ৮০% শতাংশ ক্ষয় ক্ষতির দাবি মেনে নিজ নিজ ঘরে ফিরল তারা।
এমনকি ৮০% শতাংশ ক্ষয় ক্ষতির দাবি সনদ নিয়ে মহকুমাশাসক চানদিনী কাছে থেকে জানা যায় ৪ ইং মার্চ উদ্বাস্তু ৯৩ টি পরিবারের ৮০% শতাংশ টাকা ব্যাংক একাউন্টের মাধ্যমে সরকার কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে ৯৩ টি পরিবারের মোট ১ কোটি ৩৩ লক্ষ টাকা তাদের ক্ষয় ক্ষতি হয়েছে।
সেই হিসাবে তাদেরকে প্রথমে ৪৭ লক্ষ টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে অর্থাৎ ৪ ইং মার্চ ৫৯ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তাদের যৌথ ৯৩ টি পরিবার কে ১ কোটি ৬ লাখ টাকা সরকার ক্ষয় ক্ষতির দাবি পূরণ করেছেন ৪ ইং মার্চ নিজ নিজ ব্যাংক একাউন্টের মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে বলে জানান মহকুমাশাসক।
জানা যায় আজ সন্ধ্যার দিকে মহকুমাশাসক চানদিনী চন্দ্রান পরিদর্শনে যান ওই স্থানে