রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়ন এবং আধুনিকীকরণে বিশেষ গুরুত্ব দিয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মার্চ ৯, : রাজ্য সরকার চিকিৎসা পরিষেবার সুযোগ সম্প্রসারিত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে তা রূপায়ণ করছে। এক্ষেত্রে রাজ্যের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীগণ সমাজের প্রান্তিক ব্যক্তির নিকট স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর লক্ষ্যে দায়বদ্ধভাবে কাজ করছেন। ৮ মার্চ আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের কার্ল ল্যান্ডস্টেইনার অডিটোরিয়ামে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের ৩৯তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সমাজে চিকিৎসকদের এক বিশেষ মর্যাদাপূর্ণ অবস্থান রয়েছে। তাই এই মহান পেশার প্রতি দায়বদ্ধতা বজায় রেখে চিকিৎসকদের পরিষেবা প্রদানে সচেষ্ট থাকতে হবে। তিনি বলেন, বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসা পরিষেবা গ্রহণকারীদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর বিশ্বাস ও আস্থা রাখতে হবে। এক্ষেত্রে রোগী বা তার পরিবারের লোকজনদের অবশ্যই সহনশীল হতে হবে। পাশাপাশি রোগীদের স্বাস্থ্য পরিষেবা প্রদানে চিকিৎসকদেরও আরও আন্তরিক হতে হবে। চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনধরণের গাফিলতি সরকার বরদাস্ত করবেনা।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়ন এবং আধুনিকীকরণে বিশেষ গুরুত্ব দিয়েছে। পাশাপাশি স্বাস্থ্যশিক্ষা ব্যবস্থা আরও কার্যকরি করে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে শিক্ষা, যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন স্বাস্থ্যসচিব কিরণ গিত্যে, অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. প্রদীপ দেববর্মা এবং প্রাক্তন বিধায়ক ডা. দিলীপ কুমার দাস। এছাড়াও অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের বার্ষিক রিপোর্ট কার্ড পেশ করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. কনক চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অনুপ কুমার সাহা, স্বাস্থ্য শিক্ষার অধিকর্তা প্রফেসর ডা. হরপ্রসাদ শর্মা প্রমুখ। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার চিকিৎসকগণ যারা চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে পারদর্শিতা দেখিয়েছেন তাদের সম্মাননা জানানো হয়। এছাড়াও অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের বার্ষিক স্মরণিকার আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.