Hare to Whatsapp
ক্রীড়া পরিকাঠামাের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে: যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ৪, : যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী ৩ ফেব্রুয়ারি উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর আঞ্চলিক শারীর শিক্ষন মহাব্যিালয় পরিদর্শন করেন। তিনি মহাবিদ্যালয়ের খেলার মাঠ, গ্র্যান্ডস্ট্যান্ড, নবনির্মিত হােস্টেল, সুইমিং পুল তৈরির কাজ সহ অন্যান্য পরিকাঠামােগত উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিধায়ক বিনয়ভূষণ দাস, পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস, পানিসাগর নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা
দাস, ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ প্রমুখ। পরিদর্শনকালে ক্রীড়ামন্ত্রী বিভিন্ন প্রকল্পগুলি সম্পর্কে খোঁজখবর নেন এবং অসমাপ্ত কাজগুলি দ্রুত সম্পাদন করার জন্য নির্দেশ দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী শ্রী চৌধুরী জানান, ক্রীড়া পরিকাঠামাের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আঞ্চলিক শারীর শিক্ষন মহাবিদ্যালয়ের যে পরিকাঠামােগত ব্যবস্থা রয়েছে তা পরিদর্শন করার জন্যই আজকের এই সফর। তিনি জানান, আগামীদিনে আরসিপিই মাঠকে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে সিন্থেটিক টার্ফ গড়ে তােলার জন্য কাজ শুরু হবে। তাছাড়া এখানে একটি সুইমিং পুল নির্মাণের কাজ প্রায় অর্ধেক শেষ হয়েছে। পুরুষদের জন্য একটি হােস্টেল নির্মাণের কাজও ইতিমধ্যেই শেষ হয়েছে। যার কাজ ২০১৯ সালে শুরু হয়েছিলাে। তিনি আরও জানান, কোভিড সংক্রান্ত কারণে সমস্ত কাজকর্মগুলি সঠিক সময়ের মধ্যে শেষ করা যায়নি। আঞ্চলিক শারীর শিক্ষন মহাবিদ্যালয়ে বিপিএড কোর্স বর্তমানে চালু রয়েছে এবং চেষ্টা করা হচ্ছে এখানে এমপিএড কোর্স চালু করার। রাজ্য সরকার ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামােগত উন্নয়নে সর্বদাই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তাতে যুবক যুবতীদের মধ্যে খেলাধুলা করার মানসিকতা জাগবে বলে জানান। রাজ্য সরকার নেশা মুক্ত ত্রিপুরা গড়ার যে উদ্যোগ গ্রহণ করেছে খেলাধুলা হচ্ছে একমাত্র হাতিয়ার। যার মাধ্যমে যুব সমাজকে নেশা থেকে দূরে সরিয়ে সুস্থ সমাজ গঠন করা সম্ভব বলে তিনি আশা ব্যক্ত করেন।