Hare to Whatsapp
রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাণী সম্পদ পালনের মাধ্যমে রোজগার সৃষ্টির উপর গুরুত্ব দিতে হবে : মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ৩, : রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাণী সম্পদ পালনের মাধ্যমে রােজগার সৃষ্টির উপর গুরুত্ব দিতে হবে। ২ ফেব্রুয়ারি সচিবালয়ের ২নং কনফারেন্স হলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি নিয়ে এক পর্যালােচনা সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। সভায় মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি রূপায়ণে আরও তৎপর হওয়ার জন্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন। পর্যালােচনা সভায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সর্বশেষ সভায় গৃহীত সিদ্ধান্তগুলির পরিপ্রেক্ষিতে দপ্তর কি কি কর্মসূচি হাতে নিয়েছে সেগুলির পর্যালােচনা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কৃত্রিম প্রজননের মাধ্যমে স্ত্রী গাভীর সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্বারােপ করেন। পাশাপাশি দপ্তরকে পশুপাখির টিকাকরণে একশাে শতাংশ সফলতার দিকে নজর দিতে বলেন। এক্ষেত্রে মাসিক লক্ষ্যমাত্রা স্থির করে কাজ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। সভায় তিনি বলেন, এরফলে পশুমৃত্যুর সংখ্যাও অনেকাংশে কমানাে সম্ভব হবে।
পর্যালােচনাসভায় মুখ্যমন্ত্রী দপ্তরের বিভিন্ন প্রকল্পে সুবিধাভােগী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখার উপর গুরুত্বারােপ করেন। এতে প্রকৃত সুবিধাভােগীরা উপকৃত হবেন। একই সাথে কর্মসংস্থানেরও সুযােগ ঘটবে। তিনি দুগ্ধ উৎপাদনের উপর গুরুত্বারােপ করে রাজ্যে সেক্স সর্টেড সিমেন প্রয়ােগের মাধ্যমে স্ত্রী গাভীর সংখ্যা আরও বাড়ানাের জন্য উদ্যোগ নিতে দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন। এইক্ষেত্রে তিনি সমস্ত পঞ্চায়েতস্তরে দপ্তরের এই কর্মসূচিকে প্রচারের আলােয় নিয়ে আসার জন্য আধিকারিকদের নির্দেশ দেন। পর্যালােচনাসভায় মুখ্যমন্ত্রী ডাের স্টেপ ট্রেনিংয়ের উপরও গুরুত্বারােপ করেন। মুখ্যমন্ত্রী রাজ্যের দুগ্ধ শিল্প, ডিম উৎপাদন, মাংস উৎপাদন বৃদ্ধি, হাঁস পালন, পােস্ট্রি ফার্ম ইত্যাদি ক্ষেত্রের উন্নতিকল্পে অভিজ্ঞ লােককে দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলির সাথে যুক্ত করে কাজ করার পরামর্শ দেন। এতে করে বিভিন্ন প্রকল্পগুলির সফলতা আসবে। তিনি দপ্তরের কাজে আধিকারিকদের আরও গতিশীল হওয়ার পরামর্শ দেন। সভায় তিনি আরও বলেন, প্রকল্পগুলি রূপায়ণে পূর্ব নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে এগােতে হবে।
পর্যালােচনাসভায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা দিলীপ কুমার চাকমা সর্বশেষ সভায় গৃহিত বিভিন্ন সিদ্ধান্তের প্রেক্ষিতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা উপস্থাপন করেন। তিনি ২০২১-২২ অর্থবছরের ৩০ জানুয়ারি পর্যন্ত দপ্তরের রূপায়িত বিভিন্ন প্রকল্পগুলির অবস্থা তুলে ধরে জানান, শূকর পালন, ছাগল পালন, পােল্টি হাঁস পালন, দুগ্ধ উৎপাদন। ইত্যাদি ক্ষেত্রে সুবিধাভােগীদের আর্থিক সহায়তা করা হয়েছে।