Hare to Whatsapp

কোভিড বিধিনিষেধ মেনে ৩১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ভােলার সিদ্ধান্ত : শিক্ষামন্ত্রী

By Our Correspondent

আগরতলা, জানুয়ারি ৩০, : রাজ্য শিক্ষা দপ্তর আগামী ৩১ জানুয়ারি, ২০২২ থেকে প্রাক-প্রাথমিক শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রাজ্যের সমস্ত বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি একশ শতাংশ খােলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক্ষেত্রে কোভিডের উপযুক্ত বিধিনিষেধ যথাযথ ভাবে মেনে শিক্ষাঙ্গন চালু রাখার উপর গুরুত্ব দিতে হবে। ২৯ জানুয়ারি সচিবালয়ে নিজ অফিসকক্ষে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ শিক্ষাদপ্তরের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, এই সিদ্ধান্ত রাজ্যের এবং টিটিএএডিসি অন্তর্ভুক্ত সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত, সাহায্যবিহীন বেসরকারি বিদ্যালয় এবং মাদ্রাসাগুলির ক্ষেত্রেও প্রযােজ্য হবে। শিক্ষামন্ত্রী আরােও জানান, এই বিষয়ে শিক্ষা দপ্তরের সচিব, শিক্ষা দপ্তরের দুইজন অধিকর্তা এবং স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সার্বিক কোভিড পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে আলােচনাক্রমে এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে। তিনি জানান, রাজ্য শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ইকফাই ইউনিভার্সিটি, রাজ্যের এন আই টি-কেও জানানাে হবে যাতে তারাও রাজ্য শিক্ষা দপ্তরের এই গাইডলাইন অনুসরন করে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহন করে।

শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের ২২টি সরকারি ডিগ্রি কলেজের জন্য ইতিমধ্যেই টি পি এস সি-র মাধ্যমে ৩৬ জন সহকারি অধ্যাপককে অফার প্রদান করা হয়েছে। আগামী ১৫ই ফেব্রুয়ারীর মধ্যে তাদেরকে কলেজে পােষ্টিং দেওয়া হবে। এছাড়া তিনি আরােও জানান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে (ডিপ্লোমা লেভেল) নিয়ােগের জন্য ৫৭ জন লেকচারের লিষ্ট ইতিমধ্যেই টিপিএসসি থেকে এসেছে। শীঘ্রই তাদেরকেও অফার দেওয়া হবে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.