Hare to Whatsapp
দেশাত্মবােধ ও পেশাদারিত্বমূলক উৎকর্ষ শিক্ষা প্রদানের লক্ষ্যে রাজ্যে সৈনিক স্কুল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে : মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, জানুয়ারি ২৯, : ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবােধ ও পেশাদারিত্বমূলক উৎকর্ষ শিক্ষা প্রদানের লক্ষ্যে রাজ্যে সৈনিক স্কুল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। টিএসআর জওয়ানদের স্বার্থসংশ্লিষ্ট বিষযেও আন্তরিক রাজ্য সরকার। ২৮ জানুয়ারি টিএসআর সপ্তম বাহিনীর হেড কোয়ার্টার সহ আরও তিনটি বিভিন্ন কোম্পানি হেড কোয়ার্টার ও কোম্পানি প্লাটুন পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। এদিন মুখ্যমন্ত্রী সপ্তম বাহিনীর হেড কোয়ার্টারে জওয়ানদের সাথে বসে মধ্যাহ্ন আহার গ্রহণ করেন। তার আগে কর্তব্য। পালনে যেসব বীর জওয়ানগণ শহীদ হয়েছেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুখ্যমন্ত্রী। হেড কোয়ার্টারে আয়ােজিত রক্তদান শিবির পরিদর্শন করেন। এদিন মুখ্যমন্ত্রী জম্পুইজলা টিএসআর সপ্তম বাহিনীর হেড কোয়ার্টার, টিএসআর সপ্তম বাহিনীর অন্তর্গত বেলবাড়ি এ-কোম্পানি হেড কোয়ার্টার, বৃদ্ধিবাজার সি-কোম্পানি প্লাটুন পােস্ট ও গমনবাজার এফ-কোম্পানি প্লাটুন পােস্ট পরিদর্শন করেছেন। বাহিনীর বিভিন্ন বিভাগগুলি পরিদর্শনের পাশাপাশি সৈনিক সম্মেলনে জওয়ানদের সাথে মুখ্যমন্ত্রী মতবিনিময় করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী টিএসআর ক্যাম্পগুলির বিভিন্ন বিভাগ, থাকার ব্যবস্থা, খাবারের গুণমান, স্যানিটেশন সহ বিভিন্ন বিষয়ে অবহিত হন। প্রয়ােজনীয় বেশ কিছু বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আধিকারিকদের নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী এদিন টিএসআর বাহিনীর ক্যাম্পগুলি পরিদর্শনকালে টিএসআর বাহিনীর আধিকারিকদের ক্যাম্প হেড কোয়ার্টার, কোম্পানি প্লাটুন পােস্ট সহ বিভিন্ন বিভাগ নিয়মিত পরিদর্শন ও মাঝে মাঝে ক্যাম্পগুলিতে অবস্থান করারও নির্দেশ দেন। এতে টিএসআর জওয়ানদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হওয়া যাবে। সৈনিক সম্মেলনে মুখ্যমন্ত্রী টিএসআর জওয়ানদের বিভিন্ন বিষয়ে অবহিত হন ও মতবিনিময় করেন। সপ্তম বেতনক্রম, পােশাকে নতুনত্ব সহ রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের জন্য জওয়ানগণ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।