Hare to Whatsapp
সরকার রক্তদানকে গণ আন্দোলনে পরিণত করার প্রয়াস নিয়েছে : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
By Our Correspondent
আগরতলা, জানুয়ারি ২৯, : রাজ্যে রক্তের চাহিদার তুলনায় যােগান কম। তাই বর্তমান রাজ্য সরকার রক্তদানকে গণ আন্দোলনে পরিণত করার প্রয়াস নিয়েছে। যদিও করােনাকালীন সময়ে এই প্রয়াস কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে। ২৮ জানুয়ারি লিচুবাগানস্থিত চারু ও কারু কলা মহাবিদ্যালয়ে আয়ােজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। সংশ্লিষ্ট মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে ৭ দিনব্যাপী বিশেষ শিবিরের প্রথম দিনে এই রক্তদান শিবিরের আয়ােজন করা হয়।
অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, আমাদের দেশে প্রতিদিন ৩৮ হাজার ইউনিট রক্তের প্রয়ােজন হয়। রক্তের কোন বিকল্প নেই। রক্তদানের মাধ্যমে মানবধর্ম পালন করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা স্বীকার। করে দেশ ও সমাজের জন্য কাজ করতে হবে। নেশার বিরুদ্ধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। এক্ষেত্রে প্রশাসনকে সাধারণ জনসাধারণের পাশাপাশি, ক্লাব, এনজিওগুলিকে সর্বাত্মক ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি জানান এ বিষয়ে ইতিমধ্যেই ক্লাব ফোরামের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেন, করােনা অতিমারীর প্রভাব রাজ্যে এখন অনেকটাই কম। কিন্তু তবুও রাজ্য সরকার সতর্ক দৃষ্টিভঙ্গী পােষণ করছে। রাজ্যে ৯১ শতাংশ কোভিড টিকাকরণ সম্পন্ন হয়ে গেছে। রাজ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের কাজ চলছে। মােট ২ লক্ষ ১৩ হাজার জনকে এই টিকাকরণ করানাের লক্ষ্যমাত্রা রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা, ত্রিপুরা স্টেট এন এস এস অফিসার এবং অ্যাসােসিয়েট প্রফেসার ড. চিত্রজিৎ ভৌমিক, মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, জিবিপি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের মেডিকেল অফিসার ডা. সঞ্জনা গােস্বামী। স্বাগত বক্তব্য রাখেন এন এস এস প্রােগ্রাম অফিসার মনীশ ভট্টাচার্য।