Hare to Whatsapp
সাব্রুমে কৃষিভিত্তিক এস ই জেড বিনিয়োগ এবং সংযোগের জন্য নতুন পথ খুলবে
By Our Correspondent
আগরতলা, ডিসেম্বর ১৯, : বাণিজ্য ও শিল্প মন্ত্রক ১৬ই ডিসেম্বর, ২০১৯ এ ত্রিপুরায় প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) স্থাপনের বিষয়ে অবহিত করেছে।
SEZ আগরতলা থেকে ১৩০ কিলোমিটার দূরের দক্ষিণ ত্রিপুরা জেলার পশ্চিম জলেফা, সাব্রুমে স্থাপন করা হচ্ছে।
এটি কৃষি ভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণের জন্য সেক্টর নির্দিষ্ট অর্থনৈতিক অঞ্চল হবে। প্রকল্পে আনুমানিক বিনিয়োগ হবে প্রায় ১৫৫০ কোটি টাকা। এসইজেডের বিকাশকারী হবে ত্রিপুরা শিল্প বিকাশ কর্পোরেশন (টিআইডিসি) লিমিটেড। অনুমান করা হচ্ছে এর ফলে ১২,০০০ দক্ষ কর্মসংস্থান তৈরি করা হবে। রাবার ভিত্তিক শিল্প, টেক্সটাইল এবং বস্র শিল্প, বাঁশ এবং কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এসইজেডে স্থাপন করা হবে।
সাব্রুমে এসইজেড স্থাপনের ফলে চট্টগ্রাম বন্দরের সান্নিধ্য এবং দক্ষিণ ত্রিপুরার ফেনী নদী পারের সেতু নির্মাণের কথা বিবেচনা করে বেসরকারী বিনিয়োগদের আকৃষ্ট করার নতুন পথ উন্মুক্ত হবে।
এটি স্থাপনের পরে, প্রথম পাঁচ বছরের জন্য আয়কর আইনের ধারা ১০ এএ এর অধীনে এসইজেড ইউনিটগুলির রপ্তানি আয়ের উপর ১০০ শতাংশ আয়কর ছাড় দেওয়া হবে। এছাড়াও পরবর্তী ৫ বছরের জন্য ৫০ শতাংশ ছাড় এবং ৫০ শতাংশ আরও ৫ বছরের জন্য রপ্তানি সুবিধা দেওয়া হবে।