Hare to Whatsapp
চা বাগানের শ্রমিক পরিবার থেকে উঠে আসা অবিনাশ ভিল এই সমাজের কাছে দৃষ্টান্ত : মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, জানুয়ারি ২১, : ত্রিপুরা ফরেস্ট সার্ভিসের পরীক্ষায় সফল হওয়ার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চা বাগান শ্রমিক পরিবারের কৃতি ছাত্র অবিনাশ ভিলকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় মহাকরণে মুখ্যমন্ত্রীর অফিস কক্ষে অবিনাশ ভিল সৌজন্য সাক্ষাতে মিলিত হন। মুখ্যমন্ত্রী শ্রীদেব টিএফএসে তার নিজের প্রথম প্রচেষ্টায় সফলতার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
মুখ্যমন্ত্রী বলেন, চা বাগানের শ্রমিক পরিবার থেকে উঠে আসা অবিনাশ ভিল এই সমাজের কাছে দৃষ্টান্ত। যারা ভাবেন চা বাগানের কাজের মধ্যেই তাদের সন্তানকে সীমাবদ্ধ রাখবেন তাদের কাছে অবিনাশ উদাহরণ। অবিনাশকে দেখে গ্রাম পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন।
মুখ্যমন্ত্রী শ্রীদেব আশা প্রকাশ করেন অবিনাশ ভিল তার নিজস্ব জাতিগোষ্ঠীর জীবনজীবিকার মানোন্নয়নে নিজে দায়িত্ব নেবে। নেতৃত্ব দেবে চা শ্রমিক সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে। মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছতার সাথে পরীক্ষা ও বাছাইয়ের ফলেই অবিনাশ আজ এ পর্যন্ত আসতে পেরেছে। এটা ওর ন্যায্য প্রাপ্তি। মুখ্যমন্ত্রী শ্রীদেব অবিনাশ ভিলের পারিবারিক ও এলাকার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং কমিউনিটির উন্নতির বিষয়ে চিন্তাভাবনার পরামর্শ দেন। সৌজন্য সাক্ষাতের সময় জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা বিশাল কুমার উপস্থিত ছিলেন।