Hare to Whatsapp

দৈনিক সংবাদ পত্রিকার শান্তিরবাজার প্রতিনিধি হেনস্তার শিকার হলেন বৃহস্পতিবার

By Our Correspondent

আগরতলা, মার্চ ৫, : শান্তিরবাজার প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক সংবাদ পত্রিকার শান্তিরবাজার প্রতিনিধি বরিষ্ঠ সাংবাদিক সজল কান্তি বৈদ্য হেনস্তার শিকার হলেন শান্তিরবাজার শহরে। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ শহরের স্টেট ব্যংকের সামনে সজল কান্তি বৈদ্যকে দেখে পত্রিকায় প্রকাশিত একটি খবরের কথা টেনে বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে ৪/৫ জন দুস্কৃতি। ২২/২৩ বছরের প্রত্যেকটা ছেলেই ছিল নেশাগ্রস্ত । কাঞ্চননগরে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার জন্য মহকুমার অন্য কয়কজন সাংবাদিকও একত্রিত হয়েছিলেন সেখানে। মদমত্ত দুষ্কৃতিরা তাকে গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করে এবং অন্য সাংবাদিকদের ও গালিগালাজ করে। ঘটনার আকস্মিকতায় হতচকিত পথচলতি মানুষ ও আশপাশের দোকানিরা এগিয়ে এসে প্রতিবাদ করলে দুস্কৃতিরা সরে যায়। শান্তিরবাজার প্রেস ক্লাবের তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি । অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্হা গ্রহন এবং গনতান্ত্রিক ব্যবস্হায় স্বাধীন মত প্রকাশের পরিবেশ রক্ষা করতে সকল অংশের মানুষকে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছেন অর্নব চক্রবর্তী, সম্পাদক শান্তিরবাজার প্রেস ক্লাব।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.