৮ মার্চ জাতীয় লোক আদালতে নিষ্পত্তির জন্য উঠবে ২১,২৪৭টি মামলা

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মার্চ ৭, : আগামী ৮ মার্চ, (শনিবার) রাজ্যে বসছে এবছরের প্রথম জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসবে। মোট ৪২টি বেঞ্চে ২১,২৪৭টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণের মামলা ৩৪০টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৩,৫০৯টি মামলা, বিএসএনএলের বিল পরিশোধ সংক্রান্ত ১,২৪৫ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের (এমবি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, টিজি অ্যাক্ট, এক্সাইস অ্যাক্ট) ১৫,৮১৫ টি মামলা, বৈবাহিক বিরোধের ২৬০টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৫২টি মামলা, ক্রেতা স্বার্থ সংক্রান্ত ১০টি মামলা, চাকরি সংক্রান্ত বিষয়ে ৮টি এবং দেওয়ানি সংক্রান্ত ৫টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। ইতিমধ্যে মামলার পক্ষ-বিপক্ষ/উভয়পক্ষকে নোটিস দেওয়া হয়েছে। লোক আদালতে নোটিশপ্রাপ্ত ব্যক্তিগণ গত ৩ মার্চ থেকে সংশ্লিষ্ট জেলা আইনসেবা কর্তৃপক্ষ ও মহকুমা আইনি সেবা কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করে মামলার প্রি-কনসিলিয়েশন বা নিষ্পত্তির সুবিধা নিচ্ছেন। লোক আদালতে নোটিশপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবেন অধিকার মিত্রগণ (প্যারা লিগ্যাল ভলান্টিয়ার)। দ্রুত ও বিনা খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী আবেদন জানিয়েছেন। ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি'র মেম্বার সেক্রেটারি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.