Hare to Whatsapp
১৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাশ পুরোপুরি বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী
By Our Correspondent
আগরতলা, জানুয়ারি ১৬, : রাজ্যে কোভিডের বর্তমান পরিস্থিতি নিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর ও উচ্চশিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। রাজ্যে ছাত্রছাত্রীদের পড়াশুনার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। আগামী ১৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। তবে আগে যেখানে প্রি-প্রাইমারি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হয়েছিলো, নতুন সিদ্ধান্তে বিদ্যালয় বন্ধ থাকবে প্রি-প্রাইমারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত। অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয় যথারীতি চালু থাকলেও ৫০ শতাংশ ছাত্রছাত্রী নিয়ে পঠন পাঠন চালুর নির্দেশ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রেও ছাত্রছাত্রীদের অভিভাবকদের সম্মতি থাকতে হবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলির পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। কোভিড স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে যে সমস্ত বিভাগের পরীক্ষা নেই সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি মনে করেন দুই শিফটে ক্লাস করাবেন তাও করতে পারবেন। প্রয়োজনে ভার্চুয়াল ক্লাসও করতে পারবেন। শনিবার দিন মহাকরণে একথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি জানান, যেহেতু রাজ্যে ১৫ থেকে ১৮ প্রি-প্রাইমারি থেকে দ্বিতীয় শ্রেণী বছর পর্যন্ত ছেলেমেয়েদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে তাই অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয় চালু থাকলে একদিকে যেমন ছেলেমেয়েদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে না তেমনিভাবে ভ্যাকসিন দেওয়ার কাজটিও সহজতর হবে। শিক্ষামন্ত্রী জানান প্রথম থেকে সপ্তম শ্রেণী ছেলেমেয়েদের বন্দে ত্রিপুরা চ্যানেলে অনলাইনে ক্লাস করার সুযোগ থাকবে। এছাড়া ভার্চুয়াল ক্লাসও করানো হবে। তবে সমস্ত হোস্টেল বন্ধ থাকবে।