Hare to Whatsapp

২৩ জানুয়ারি শিশুদের পালস পোলিও খাওয়ানো হবে

By Our Correspondent

আগরতলা, জানুয়ারি ১৫, : সারা দেশের সঙ্গে সিপাহীজলা জেলাতেও আগামী ২৩ জানুয়ারি শূন্য থেকে পাঁচ বছর বয়সের শিশুদের পালস পোলিও ডোজ খাওয়ানো হবে। সেদিন যেসমস্ত শিশুরা বাদ যাবে তাদেরকে পরবর্তীতে ২৪ ও ২৫ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে পোলিও ডোজ খাওয়ানো হবে। এজন্য জেলায় ৫০৩টি কেন্দ্র খোলা হবে। তাছাড়াও ১০১ জন সুপারভাইজার এবং তিন মহকুমার জন্য ৩ জন চিকিৎসককে নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। জেলায় এবার মোট ৪৭, ১০৮ জন শিশুকে পালস পোলিও ডোজ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই জাতীয় কর্মসূচিকে সফল করার লক্ষ্যে সম্প্রতি সিপাহীজলা জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে অতিরিক্ত জেলাশাসক ড. জে ভি দুয়তি এর সভাপতিত্বে অনুষ্ঠিত টাস্কফোর্স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়াও সভায় নিয়মিত কোভিড ভ্যাকসিন দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। জেলায় এখন পর্যন্ত ৬ লক্ষ ২৩ হাজার ৪৩৬ জনকে কোটি টকা দেওয়া হয়েছে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.