Hare to Whatsapp
২৩ জানুয়ারি শিশুদের পালস পোলিও খাওয়ানো হবে
By Our Correspondent
আগরতলা, জানুয়ারি ১৫, : সারা দেশের সঙ্গে সিপাহীজলা জেলাতেও আগামী ২৩ জানুয়ারি শূন্য থেকে পাঁচ বছর বয়সের শিশুদের পালস পোলিও ডোজ খাওয়ানো হবে। সেদিন যেসমস্ত শিশুরা বাদ যাবে তাদেরকে পরবর্তীতে ২৪ ও ২৫ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে পোলিও ডোজ খাওয়ানো হবে। এজন্য জেলায় ৫০৩টি কেন্দ্র খোলা হবে। তাছাড়াও ১০১ জন সুপারভাইজার এবং তিন মহকুমার জন্য ৩ জন চিকিৎসককে নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। জেলায় এবার মোট ৪৭, ১০৮ জন শিশুকে পালস পোলিও ডোজ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই জাতীয় কর্মসূচিকে সফল করার লক্ষ্যে সম্প্রতি সিপাহীজলা জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে অতিরিক্ত জেলাশাসক ড. জে ভি দুয়তি এর সভাপতিত্বে অনুষ্ঠিত টাস্কফোর্স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়াও সভায় নিয়মিত কোভিড ভ্যাকসিন দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। জেলায় এখন পর্যন্ত ৬ লক্ষ ২৩ হাজার ৪৩৬ জনকে কোটি টকা দেওয়া হয়েছে।