Hare to Whatsapp
প্রধানমন্ত্রীর জীবন সংশয় করার ষড়যন্ত্রের জবাব সমস্ত ভারতবাসী দেবেন : মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, জানুয়ারি ১৩, : পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির র্যা লি আটক করে তাঁর জীবননাশের যে ষড়যন্ত্র করা হয়েছিল তার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ১২ জানুয়ারি সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী সেদিনের ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি আরোও বলেন, ভারত বিরোধী শক্তির সঙ্গে যুক্ত হয়ে সেদিন কিছু রাষ্ট্রবিরোধী ব্যক্তি প্রধানমন্ত্রীর জীবন বিপন্ন করার জন্য গভীর রাজনৈতিক ষড়যন্ত্র করেছিল। কিন্তু দেশের ১৩০ কোটি জনগনের আশির্বাদে তিনি সেদিন সুরক্ষিতভাবে ফিরে এসেছেন। প্রধানমন্ত্রীর জীবন সংশয় করার ষড়যন্ত্রের জবাব সমস্ত ভারতবাসী দেবেন বলে মুখ্যমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রাণ সংশয় বিপন্ন করার ষড়যন্ত্র হঠাৎ করেই করা হয়নি, তা পূর্বপরিকল্পিত ছিল। যা দেশের একটি প্রতিষ্ঠিত টিভি চ্যানেলের স্টিং অপারেশনের মাধ্যমে প্রমানিত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী কোনাো রাজ্য সফরে গেলে প্রটোকল অনুযায়ী সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যসচিব, ডি জি পি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী সেই রাজ্যে সড়কপথে কোথাও গেলে ডিজি ও মুখ্যসচিব সাধারনত: সঙ্গে থাকেন। কিন্তু পাঞ্জাবে সেদিন এসবের কোনো কিছুই করা হয়নি। সব মিলিয়ে এটা পরিস্কার বুঝা গেছে যে সেদিনের ঘটনাটা একটা পূর্বপরিকল্পিত ঘৃণ্য ষড়যন্ত্র ছিল। মুখ্যমন্ত্রী আরোও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র আগেও করা হয়েছিল। দেশের সার্বভৌমত্ব, রাষ্ট্রের প্রতি নিষ্ঠা ইত্যাদি বিষয়গুলি যখনই আসে তখন দেখা গেছে বিরোধীদলগুলি সেগুলির উপর প্রশ্ন তোলে। তারা বালাকোটে সংগঠিত সার্জিক্যাল স্ট্রাইকের যেমন প্রমাণ চেয়েছেন, তেমনি পুলওয়ামার ঘটনা নিয়েও রাজনীতি করেছেন। এমন কি তারা ভারত বিরোধী শক্তির সুরে সুর মিলিয়ে কথা বলছেন, যা দেশের জনগণের জন্য খুবই উদ্বেগের বিষয়। ভারতকে ধ্বংস করার যেকোন প্রয়াসের যোগ্য জবাব দেশবাসী দেবেন বলে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে অভিমত ব্যক্ত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে রাজ্য সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে। করোনা মোকাবিলায় রাজ্যের প্রতিটি জেলায় প্রয়োজনীয় ঔষধ, অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেনযুক্ত বেড ইত্যাদি পর্যাপ্ত পরিমানে রয়েছে। তিনি জানান, ওমিক্রন টেস্টের জন্য প্রয়োজনীয় মেশিন ও যন্ত্রপাতি প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট রাজ্য সরকার অনুরোধ জানিয়েছে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্যবাসী যেভাবে সরকারকে সহযোগিতা করেছেন, তৃতীয় ঢেউ মোকাবিলার ক্ষেত্রেও রাজ্যবাসী সরকারের পাশে থাকবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। পাশাপাশি রাজ্যের জনগণকে বিভিন্ন কোভিড স্বাস্থ্যবিধি যেমন, সব সময় মাস্ক পরিধান করা, অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়া, সামাজিক দূরত্ব মেনে চলে ইত্যাদি পালন করার জন্যও মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন।