Hare to Whatsapp

রাজ্য সরকার কোভিড মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত, ১০ জানুয়ারি থেকে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন কার্ফু : তথ্য মন্ত্রী

By Our Correspondent

আগরতলা, জানুয়ারি ১০, : রাজ্য সরকার কোভিডের তৃতীয় ঢেউ মোকাবিলায় সম্পূর্ণভাবে প্রস্তুত। পর্যাপ্ত ঔষধপত্র, অক্সিজেন প্ল্যান্ট সহ প্রয়োজনীয় সবরকম চিকিৎসা সরঞ্জাম যথেষ্ঠ মজুত রয়েছে। ৯ জানুয়ারি মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী কোভিড মোকাবিলায় রাজ্য সরকারে গৃহীত উদ্যোগ এবং বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থার সিদ্ধান্ত সমূহ তুলে ধরেন। একইসঙ্গে তিনি রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান, নিজের পরিবার, সমাজ ও রাজ্যের জনগণের স্বার্থে কোভিড সতর্ক বিধি সমূহ মেনে চলার। তিনি বলেন, গতকাল রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে এবং আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পৌরহিত্যে অন্যান্য মন্ত্রীদের উপস্থিতি কোভিড পর্যালোচনায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এরই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে কোভিড মোকাবিলায় বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্যমন্ত্রী শ্রী চৌধুরী জানান, রাজ্যে কোভিড সংক্রমণের প্রভাব বৃদ্ধির ফলে সার্বিক অবস্থার বিবেচনা করে আগামীকাল অর্থাৎ ১০ জানুয়ারি, ২০২২ রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন কার্ফু বলবৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারি, ২০২২ পর্যন্ত তা বলবৎ থাকবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিমত অনুযায়ী জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুইমাস সংক্রমণ হার দ্রুত বাড়তে পারে। তাই সেই সংক্রমণ মোকাবেলিয় জনসাধারণকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রী চৌধুরী আহ্বান জানান। এক্ষেত্রে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কথা তিনি ব্যক্ত করেন। কোভিড মোকাবিলায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামো এবং বিভিন্ন ব্যবস্থাদির উল্লেখ করে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রী চৌধুরী জানান, রাজ্যে মোট কোভিড চিকিৎসার বেড রয়েছে ২৫৬২টি। তারমধ্যে গুরুতর রোগীদের জন্য ৭০০টি বেডের ব্যবস্থা রয়েছে। এরমধ্যে ৩৩০টি বেড রয়েছে পশ্চিম জেলায়। যদি প্রয়োজন হয় তবে সেই বেডের সংখ্যা আরো বাড়ানো হতে পারে। রাজ্যে অক্সিজেনের কোন ঘাটতি নেই। ২২টি অক্সিজেন প্ল্যান্ট চালু রয়েছে। তাছাড়া অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটর, পালস অক্সিমিটার, ভেন্টিলেটর যথেষ্ঠ মজুত রয়েছে। প্রয়োজন অনুসারে তা বাড়তে পারে। তিনি বলেন, ইতিমধ্যেই এয়ারপোর্ট, রেলস্টেশন, চোরাইবাড়ি, আখাউড়া চেকপোস্টের মাধ্যমে বহিঃরাজ্য থেকে আগত সকলকে কোভিড পরীক্ষা করা হচ্ছে। রাজ্যের প্রতিটি জেলাতেই কোভিড চিকিৎসার জন্য ৫০টি করে বেড থাকবে সমস্ত সুবিধা সহ। তাছাড়া প্রতিটি জেলাতেই কোভিড কলসেন্টার এবং গ্রিভেন্স রিড্রেশাল সেল চালু করা হচ্ছে। জেলাতেই যাতে রোগী চিকিৎসার সুযোগ পেতে পারেন এবং আগরতলায় যাতে চাপ না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই জেলা সমূহে স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করা হয়েছে বলে শ্রী চৌধুরী জানান। তিনি বলেন, কোভিড পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য জরুরী ভিত্তিতে কন্ট্রাক হিসেবে ডাক্তার, নার্স, এমপিডব্লিউ, ল্যাব টেকনিশিয়ান এবং সুইপিং স্টাফ সহ প্রায় ৫০০ জনকে নিযুক্ত করা হবে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.