Hare to Whatsapp
সময়ের আগে কিভাবে কাজ শেষ করা যায় সে বিষয়ে আধিকারিকদের আরও বেশি যত্নবান হওয়া প্রয়োজন : মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, জানুয়ারি ৯, : নির্ধারিত সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে নাগরিক অধিকার সুনিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে টিসিএস আধিকারিকদের। পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গিতে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কার্য সম্পাদনের পাশাপাশি নিজেদের উপর ন্যস্ত দায়িত্ব সম্পর্কে যথার্থ ওয়াকিবহাল থাকা আবশ্যক। ৮ জানুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন সদ্য নিযুক্ত ও পদোন্নতি প্রাপ্ত ২০২১ সালের ব্যাচের টিসিএস অফিসারদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, মুখ্য সচিব থেকে শুরু করে পঞ্চায়েত সচিব পর্যন্ত বিনা প্রতিবন্ধকতায় কার্য সম্পাদনে সবার আন্তরিকতা আবশ্যক। নিজ নিজ দায়িত্ব প্রতিপালনের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অন্যান্য দপ্তরের উল্লেখযোগ্য পদক্ষেপ সম্পর্কে আধিকারিকদের সম্যক ধারণা থাকা প্রয়োজন। নিজেদের উপর ন্যস্ত দায়িত্ব প্রতিপালনে যত্নবান হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে গতানুগতিক কার্য সম্পাদনের পাশাপাশি প্রবাহমান ঘটনাবলী সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক। নথি নির্ভর কার্য সম্পাদনের মানসিকতা থেকে বেরিয়ে বাস্তবিক পর্যবেক্ষন এবং কাজের বাস্তবিকতার সম্পর্কে যথার্থ নজর রাখার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নাগরিক অধিকার সুনিশ্চিতিকরণে ও সফল বাস্তবায়নে সময়ের কাজ সময়ে সম্পন্ন করার পাশাপাশি কি করে সময়ের আগে শেষ করা যায় সে বিষয়ে আধিকারিকদের আরও বেশি যত্নবান হওয়া প্রয়োজন। তিনি বলেন, লক্ষ্যমাত্রা স্থির করে কাজ করলে একদিকে যেমন সময় বাঁচানো সম্ভব অন্যদিকে দ্রুততার সঙ্গে পরিষেবা সম্প্রসারণে সহায়ক। সরকারের শীর্ষস্তর থেকে শুরু করে পঞ্চায়েত স্তর পর্যন্ত সমস্ত পরিষেবার সফল বাস্তবায়নে গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যসচিব কুমার অলক বলেন, এই পেশার মাধ্যমে নিজেদের মধ্যে থাকা প্রতিভাকে কাজে লাগানোর পাশাপাশি জনগণের জন্য কাজ করার সুযোগ রয়েছে, যা জীবিকার পাশাপাশি নিজেকে মেলে ধরার সহায়ক। অবসর সময়ে পুস্তক পাঠ সহ অন্যান্যভাবে নিজেদের আরও বেশি জ্ঞান সমৃদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীম সাহা, সভাপতি ডি কে চাকমা প্রমুখ।