Hare to Whatsapp

রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান প্রকল্পের রাজ্য উপদেষ্টা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

By Our Correspondent

আগরতলা, জানুয়ারি ৮, : রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান প্রকল্পের রাজ্য উপদেষ্টা কমিটির প্রথম সভা ৭ জানুয়ারি সচিবালয়ের ১নং সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান তথা উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ। রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান প্রকল্পের অধীনে যে সমস্ত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তা পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা দেবানন্দ রিয়াং সভায় বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জানান, রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের মূল লক্ষ্য হচ্ছে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানগুলিকে আরও উন্নত করে তোলা, রাজ্যে উপলব্ধ সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য পঞ্চায়েতগুলির ক্ষমতা বৃদ্ধি করা, নিজস্ব আয়ের উৎস বাড়াতে পঞ্চায়েতগুলির ক্ষমতা বৃদ্ধি করা, জনগণের অংশগ্রহণের মাধ্যমে গ্রাম সভার কাজকে শক্তিশালী করা। পাশাপাশি পঞ্চায়েতগুলির কাছে ক্ষমতা ও দায়িত্ব হস্তান্তর করা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নত সেবা প্রদানের জন্য ই-গর্ভনেন্স ব্যবস্থাকে উন্নত করাও রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের অন্যতম লক্ষ্য। পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা আরও জানান, সেন্ট্রাল এমপাওয়ারড কমিটি রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান প্রকল্পের অধীনে রাজ্যে বিভিন্ন কর্মসূচি রূপায়ণের জন্য ২০২০-২১ অর্থবর্ষে ১৪ কোটি ১৭ লক্ষ টাকার মঞ্জুরী দিয়েছে। কর্মসূচিগুলির মধ্যে রয়েছে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ, পঞ্চায়েত পরিকাঠামো উন্নয়ন, ই-গর্ভনেন্স ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে কম্পিউটার ও অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম প্রদান, তথ্য, শিক্ষা ও যোগাযোগ (আইইসি) ব্যবস্থাকে শক্তিশালী করা ইত্যাদি। এরমধ্যে ২০২০-২১ অর্থবর্ষে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচিতে ৬৭৯৪ জন নির্বাচিত প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাতে ব্যয় হয়েছে ১০ লক্ষ টাকা। এই প্রকল্পে পঞ্চায়েত পরিকাঠামো উন্নয়নে ১৫টি নতুন পঞ্চায়েত ভবনের নির্মাণ কাজ চলছে। প্রতিটি পঞ্চায়েত ভবনের নির্মাণের জন্য ২০ লক্ষ টাকা করে ব্যয় হবে। গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিলগুলিতে ই-গর্ভনেন্স ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ২০৮টি কম্পিউটার ও অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম ক্রয় করে বিতরণ করা হয়েছে। এছাড়াও সরকারী বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে জনগণকে অবহিত করতে ১২টি অ্যাসপিরেশনাল ব্লকে পাবলিক ইনফরমেশন বোর্ড স্থাপনের জন্য ৪ লক্ষ ৫৬ হাজার টাকার ফান্ড প্রদান করা হয়েছে। এ প্রসঙ্গে উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ বলেন, পাবলিক ইনফরমেশন বোর্ডগুলিতে সঠিক এবং চালু প্রকল্পগুলির তথ্য থাকতে হবে। রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান প্রকল্পের অধীনে যে সমস্ত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার যথাযথ রূপায়নে রাজ্য উপদেষ্টা কমিটির সদস্য-সদস্যাদের সঙ্গে পঞ্চায়েত দপ্তরকে সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দেন তিনি। সভায় উপমুখ্য মন্ত্রী ছাড়াও পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, জোলাইবাড়ি পায়েত সমিতির চেয়ারম্যান রবি নম:, দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুনু দত্ত, অর্থ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব চৈতন্যমূর্তি, গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব টি কে দেবনাথ সহ কমিটির অন্যান্য সদস্য-সদস্যাগণ উপতি ছিলেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.