Hare to Whatsapp
নগর উন্নয়ন দপ্তরে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে কর্মরত কিডনি রোগে আক্রান্ত মহিলা কর্মীকে ছাটাই: সহকর্মী ও এলাকাবাসীর প্রতিবাদ
By Our Correspondent
আগরতলা, জানুয়ারি ৬, : আগরতলা আরবান ডেভেলাপমেন্টে এক মহিলা কর্মরত ছিলেন নাম অর্পিতা পালিত বাড়ি বড়দোয়ালী এলাকায়। কাজ করার সময় অজ্ঞান হয়ে অফিসে পড়ে যায়। পরে অফিসের কর্মীরা পরিবারের লোকজনদের খবর দেয়। পরিবারের লোকজনরা মহিলাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তার কিডনিতে সমস্যা আছে বলে জানায় চিকিৎসক। তৎক্ষণাৎ ঐ মহিলাকে বাইরে টাটা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই মহিলা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কিন্তু আগরতলা আরবান ডেভেলপমেন্ট অফিস থেকে ওই মহিলাকে টার্মিনেট করে দেওয়া হয়। কি কারনে টার্মিনেট করে দেওয়া হয় তার পরিবারের লোকজনরা জানেন না। তাই আজ এলাকাবাসী অফিসে এসে অফিসের উচ্চপদস্থ আধিকারিক কে ঘেরাও করে জানতে চাই কি কারনে অর্পিতাকে টার্মিনেট করা হয়। যদিও উচ্চপদস্থ অফিসার কোন ধরনের সঠিক তথ্য দিতে পারেনি।