Hare to Whatsapp
১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয়েছে : প্রধানমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, জানুয়ারি ২, : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১/১/২০২২ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (পিএম কিষান) প্রকল্পের আওতায় দশম কিস্তির আর্থিক সহায়তা কৃষকদের প্রদান করেছেন। এই কর্মসূচির মাধ্যমে ১০ কোটিরও অধিক সুফলভোগী কৃষক পরিবারের অ্যাকাউন্টে ২০ হাজার কোটি টাকারও বেশি সরাসরি ডিজিটাল পদ্ধতিতে প্রদান করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী দেশের প্রায় ৩৫ ১টি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন (এফপিও)কে ১৪ কোটি টাকারও অধিক ইকুইটি গ্র্যান্ট প্রদান করেছেন। এতে ১.২৪ লক্ষ কৃষক উপকৃত হবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে বিভিন্ন রাজ্যের ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন (এফপিও)’র কৃষক সদস্যদের সাথে কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় আলোচনা করেন। এছাড়া অনুষ্ঠানে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন (এফপিও)এবং ন্যাচারেল ফার্মিং সম্পর্কিত দুটি তথ্য চিত্রও ভিডিও কনফারেন্সে প্রদর্শীত হয়।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার সরকারী বাসভবনে সরাসরি ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়। অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমার সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীগণও ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষনে বলেন, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (পিএম কিষান) দেশের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক প্রকল্প। এই প্রকল্পে সারা দেশে আজ পর্যন্ত ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনায় দেশের ৬০ লক্ষ হেক্টর এলাকাকে ক্ষুদ্র জলসেচের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ফসলবীমা যোজনায় ২১ হাজার কোটি ক্লেইম সাপোর্ট ক্ষতিগ্রস্থ কৃষকদের দেওয়া হয়েছে। এছাড়াও প্রচুর সংখ্যক কৃষককে কেসিসি’র মাধ্যমে সহায়তা প্রদান করা হয়েছে। তিনি বলেন, ২০২০-২১ সালে দেশের ৩০০ মিলিয়ন টন খাদ্য শষ্য উৎপাদন করা হয়েছে। এর মধ্যে ৪৫ শতাংশই রয়েছে চাল। তিনি বলেন দেশে বর্তমানে অর্থনীতির প্রবৃদ্ধির হার ৮ শতাংশ। রেকর্ড পরিমানে বিদেশী বিনিয়োগ হয়েছে। দেশে। তিনি বলেন, দেশের বিভিন্ন রাজ্যের এফপিওগুলি ছোট ছোট কৃষকদের একত্রিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এফপিওগুলি সঠিক শষ্য উৎপাদনে পরিকল্পনা, ক্লাস্টার ডেভেলপমেন্ট, বাজারের চাহিদা অনুসারে উদ্ভাবনী চাষাবাদের উপর জোর দিয়েছে। দেশের কৃষকরা ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন।