Hare to Whatsapp
৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সী ছেলেমেয়েদের কোভিড টিকাকরণ এবং ১০ জানুয়ারি থেকে কোভিড টিকার আগাম সুরক্ষার ডোজ প্রদান শুরু
By Our Correspondent
আগরতলা, জানুয়ারি ২, : আগামী ৩ জানুয়ারি থেকে সারা রাজ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছেলেমেয়েদের কোভিড টিকাকরণ শুরু হবে এবং ১/১/২০২২ থেকেই এর রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। প্রথম পর্যায়ে কোভ্যাক্সিন টিকা দেওয়া হবে। সেইসঙ্গে সতর্কতার নিরিখে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কর্মী, প্রথম সারির কর্মী, সহ বিভিন্ন রোগে আক্রান্ত ষাট ঊর্ধ্ব নাগরিক যার কোভিড ১৯-র দুটি ডোজ গ্রহণ করেছেন ১০ জানুয়ারি থেকে তাদের কোভিড টিকার আগাম সুরক্ষার ডোজ প্রদান করা হবে। প্যালেস কমপাউন্ডস্থিত জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডাইরেক্টরের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডাইরেক্টর ড: সিদ্ধার্থ শিব জাগবাল একথা বলেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টেট ইমিউনাইজেশন অফিসার ডা: মৌসুমী সরকার, এসপিও- ইউএনডিপি ডা: সুপ্রতিম বিশ্বাস, এস পি এম, জে এস আই, ডা: নরেন্দ্র কুমভারু প্রমুখ।
মিশন ডাইরেক্টর বলেন, ২০২১ সালের ১৬ জানুয়ারি ত্রিপুরা সহ দেশব্যাপী কোভিড- ১৯ টিকাকরণ কর্মসূচির সূচনা হয়। প্রথম পর্যায়ে এই টিকাকরণ কর্মসূচিতে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কর্মীদের টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ কর্মসূচিতে প্রথমসারির কর্মীদের এবং পরবর্তীতে গত ১ মার্চ, ২০২১ থেকে ৪৫ বছরের ঊর্ধে সকল নাগরিকদের এবং ১ মে, ২০২১ থেকে গোটা দেশে ১৮ বছর থেকে ৪৪ বছর বয়স পর্যন্ত নাগরিকদের কোভিড- ১৯ টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। গত ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষনা করেছিলেন যে ৩রা জানুয়ারী,২০২২ থেকে ১৫-১৮ বছর বয়সী ছেলে-মেয়েদের কোভিড টিকাকরণ শুরু হবে এবং ১০ জানুয়ারী,২০২২ থেকে স্বাস্থ্য কর্মী, প্রথমসারির কর্মী সহ বিভিন্ন রোগে আক্রান্ত ষাটোর্ধ নাগরিকদেরও (চিকিৎসকের পরামর্শ মত) কোভিড টিকার আগাম সুরক্ষার ডোজ দেওয়া শুরু হবে। কিন্তু সাম্প্রতিককালে দেশে কোভিড- ১৯-এর নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সনাক্তকরণ হওয়ার পর বিভিন্ন বৈজ্ঞানিক প্রমাণ, বিশ্বব্যাপী অনুশীলন এবং জাতীয় প্রযুক্তিগত কোভিড ১৯ সংস্থা- এর পরামর্শ এবং টিকাদান সংক্রান্ত উপদেষ্টা সংগঠন (NTAGI) এর পাশাপাশি NTAGI-এর স্থায়ী কারিগরি বৈজ্ঞানিক কমিটি (STSC)-এর দ্বারা এখন কোভিড- ১৯ টিকাকরণের বিষয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি জানান, সিদ্ধান্ত অনুযায়ী ৩রা জানুয়ারি, ২০২২ থেকে সারা রাজ্যে ১৫- ১৮ বছর বয়সী ছেলেমেয়েদের কোভিড টিকাকরণ শুরু হবে এবং ১ জানুয়ারি,
২০২২ থেকেই রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। প্রথম পর্যায়ে কোভ্যাক্সিন টিকা দেওয়া হবে। সতর্কতার নিরিখে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কর্মী, প্রথম সারির কর্মী, সহ বিভিন্ন রোগে আক্রান্ত ষাটোর্ধ নাগরিক যারা কোভিড- ১৯-র দুটি ডোজ গ্রহণ করেছেন ১০ জানুয়ারি, ২০২২ থেকে তাঁদের কোভিড- ১৯-র আরেকটি ডোজ প্রদান করা হবে। কোভিড ১৯- দ্বিতীয় ডোজ গ্রহণের ৯ মাস অর্থাৎ ৩৯ সপ্তাহ পূর্ণ হওয়ার উপর ভিত্তি করে কোভিড টিকার আগাম সুরক্ষার ডোজ দেওয়া শুরু হবে।