কৃষিজ ফসলের উৎপাদন বৃদ্ধিতে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে : কৃষিমন্ত্ৰী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মার্চ ৪, : কৃষকরা হলেন সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তারা আমাদের অন্নদাতা। তাই কৃষকদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ৩ মার্চ মোহনপুর ব্লক প্রাঙ্গণে পশ্চিম ত্রিপুরা জেলার এগ্রি ইঞ্জিনীয়ারিং ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনীয়ার অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। তিনি বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি জমিতে অধিক ফসল উৎপাদনের জন্য রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের আয় দ্বিগুণ করা। সমাজে পিছিয়েপড়া অংশের মানুষের আর্থসামাজিক অবস্থার মানোন্নয়নের মাধ্যমে ত্রিপুরাকে বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভর হিসেবে গড়ে তোলার জন্য রাজ্য ও কেন্দ্রের বর্তমান সরকার কাজ করে চলেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ফনীভূষণ জমাতিয়া। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন কৃষি দপ্তরের চিফ ইঞ্জিনীয়ার স্বপন কুমার দাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, লেফুঙ্গা বিএসি'র চেয়ারম্যান রণবীর দেববর্মা, মোহনপুর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, হর্টিকালচার দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাস প্রমুখ।
আরও পড়ুন...