Hare to Whatsapp
তথাকথিত গন্ডি থেকে এবং পুরানো চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে নতুন প্রচেষ্টার মাধ্যমে সংস্কৃতির মেলবন্ধন গড়ে তোলা সরকারের লক্ষ্যঃ তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
By Our Correspondent
আগরতলা, ডিসেম্বর ৩১, : বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের দেশের বৈশিষ্ট্য যা পৃথিবীর মধ্যে ভারতবর্ষকে মহান করে তুলেছে। বিভিন্ন জাতি, ধর্ম, খাদ্য, ভাষা, পরিধান, রীতিনীতি, আচার অনুষ্ঠান ও সংস্কৃতির মিলনক্ষেত্র আমাদের বিশাল দেশ ভারতবর্ষ। আজ লঙ্কামুড়াস্থিত আলপনা গ্রামের সুরেন্দ্রনাথ দেবনাথ স্মৃতি কমিউনিটি হলে উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সীমান্তবর্তী অঞ্চলের অনুষ্ঠানের উদ্বোধন করে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নতুন চিন্তা ভাবনা নিয়ে আলপনা গ্রামকে আগামীদিনে শিল্প গ্রামে পরিণত করার জন্য এবং গ্রামের মহিলাদের মেধাকে পুঁজি করে তাদের শিল্প কলাকে তুলে ধরে আর্থসামাজিক মান উন্নয়নের জন্য রাজ্য সরকার অগ্রণী ভূমিকা নেবে। তিনি বলেন, বিভিন্ন রাজ্য থেকে আগত শিল্পীদের নৃত্য ও সংস্কৃতি জানতে হবে এবং নিজের সংস্কৃতিকে অন্য রাজ্যের সামনে তুলে ধরতে হবে। সরকারের মূল লক্ষ্যই হলো তথাকথিত গন্ডি থেকে এবং পুরানো চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে নতুন প্রচেষ্টার মাধ্যমে সংস্কৃতির মেলবন্ধন গড়ে তোলা। সারা রাজ্যে বিভিন্ন জায়গায় ভারত কো জানো ও সীমান্তবর্তী অঞ্চলের অনুষ্ঠান চলছে। এছাড়া সীমান্তবর্তী এলাকাগুলিতে যাতে আরও উন্নয়নের ছোঁয়া ও গতি আনা যায় এবং সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়েও উন্নয়ন করা যায় তার জন্য সরকার অগ্রণী ভূমিকা নিয়েছে।
অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন, আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে সারা দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। যার উদ্দেশ্যই হচ্ছে। ভারতের বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের মধ্যে একতা ও জাতীয়তাবোধকে সামনে রেখে সাংস্কৃতিক সম্পর্ক তৈরি করে সাংস্কৃতিক রীতিনীতি, আচার অনুষ্ঠান ও ভাষার আদান প্রদান ঘটানো। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন সাংস্কৃতিকে একই মালায় গেঁথে রাখাই হচ্ছে বলে সরকার ও কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য।