Hare to Whatsapp
যুবরাই সমাজকে সঠিক পথ দেখাবেঃ যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী
By Our Correspondent
আগরতলা, ডিসেম্বর ৩০, : দেশের জনসংখ্যার ৬৫ শতাংশই যুব সমাজ। দেশ পরিচালনায়ও এই যুব সম্প্রদায়ের আধিক্য রয়েছে। আগরতলা মুক্তধারা হলে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে দু’দিনব্যাপী আয়োজিত রাজ্যভিত্তিক যুব উৎসবের সূচনা করে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। তিনি বলেন, যুবকরা যেমন দেশের কান্ডারী তেমনি আগামীদিনেরও ভবিষ্যৎ। যুব সম্প্রদায়ের জাগরণে স্বামীজীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই স্বামীজীর জন্মদিনকেই যুব দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, যুব উৎসব ও যুব সম্প্রদায়কে জাগ্রত করা তাদের সঠিক পথে পরিচালনা করা, তাদের প্রতিভার বিকাশ ঘটানো এসব কিছুর জন্যই যুব উৎসব পালন করা হয়ে থাকে। তিনি বলেন, যুব সমাজই সমাজকে উন্নয়নের দিশা দেখাবে। সমাজকে সঠিক পথ দেখাবে। তিনি বলেন, যুব উৎসবের মধ্য দিয়ে যুবক যুবতীদের প্রতিভার বিকাশের সাথে একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ মনোভাবও তৈরি হয়ে থাকে। যুবক, যুবতীদের প্রতিভা প্রদর্শনের মধ্য দিয়ে তাদের ভাষা সংস্কৃতি ও কৃষ্টির মতবিনিময় হবে। তাই যুব উৎসব শুধুমাত্র প্রতিযোগিতামূলক উৎসব নয়। এ উৎসব ঐক্য ও সংহতির উৎসব।
যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী শ্রীচৌধুরী বলেন, আমাদের সমাজ ও দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হলে সবার আগে যুব সমাজকে মানবতার ধর্ম শেখাতে হবে। যুব সমাজকে সুস্থ সংস্কৃতি শিক্ষার মধ্য দিয়ে নতুন মানব ধর্মের পথ দেখাতে হবে। তবেই হবে যুব উৎসব উদযাপন করার স্বার্থকতা। এই স্বার্থকতা অর্জনের জন্য চাই নেশামুক্ত যুব সমাজ। যুব উৎসব পালনের মুল্যায়ন তখনই হবে যখন আমরা আমাদের সমাজের যুবকদের মানব ধর্ম পালনের শিক্ষা দিতে পারবো। নানা প্রকার নেশা বা কুশিক্ষার বিরুদ্ধে যখন আমরা যুব সমাজকে উদ্দীপিত করতে পারবো। এ বিষয়ে যুব ও ক্রীড়া দপ্তরকে মুখ্য ভূমিকা গ্রহণ করারও তিনি আহ্বান জানান।
তিনি বলেন, নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে যুব সমাজের জাগরণে কাজ করতে হবে। তিনি যুবকদের লক্ষ্য করে বলেন, বীর যুবরা কখনও একবারে ভেঙ্গে পড়ে না। একবার না পারলে লক্ষ্যে পৌঁছানোর জন্য শতবার চেষ্টা করতে থাকে। লক্ষ্যে পৌঁছানোর দৃঢ়তা ও কঠিনতাই যুব চরিত্রের মূল বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যকে সামনে রেখেই তারা এগিয়ে যাবেন।