Hare to Whatsapp

কৃষকগণ যাতে উৎপাদিত ফসলের সঠিক মূল্য পান সেজন্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছেঃ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী

By Our Correspondent

আগরতলা, ডিসেম্বর ৩০, : রাজ্যের বড় অংশের মানুষ কৃষি কাজের সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ভারতের কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা। এই লক্ষ্যে কৃষকদের রোজগার দ্বিগুণ করা সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। নলছড়া ব্লকের জুনেরটেপা পঞ্চায়েতে ২৬তম কৃষক বন্ধু কেন্দ্রের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন। তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা এবং সেই উৎপাদিত ফসলের সঠিক মূল্য পেতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা গুলি প্রকৃত কৃষকদের মধ্যে প্রদান করা হচ্ছে। কৃষিমন্ত্রী বলেন, আজকে রাজ্যের উৎপাদিত ফসল রাজ্যের বাইরে বিক্রি হচ্ছে। তাছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও রাজ্যের উৎপাদিত ফসলের ব্যাপক চাহিদা রয়েছে। কোভিড ১৯ এর সময়ে কৃষকগণ মানুষের প্রাণ বাঁচিয়েছে। দেশের ৮০ কোটির বেশি মানুষকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হয়েছে। ফসলবীমা যোজনায় রাজ্যে ৯ লক্ষ ৯ হাজার কৃষককে সাহায্য করা হচ্ছে। তিনি বলেন, সবজি চাষী,ফুল ও ফল চাষীদের ফসলবীমা যোজনায় অন্তর্ভুক্ত করা হবে। ২০২২ সালের মধ্যে প্রত্যেক কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জহরলাল ঘোষ, কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুষ্প ভৌমিক দেবনাথ, মোহনভোগ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস, বিশিষ্ট সমাজসেবী কিশোর বর্মণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস। কৃষিমন্ত্রী নলছড়ে বৈরাগী বাজারে ন্যূনতম সহায়কমূল্যে আমন ধান সহায়ক কেন্দ্রও পরিদর্শন করেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.