Hare to Whatsapp
প্রতিষ্ঠা দিবসে ত্রিপুরার ৮ জেলায় ৬২৮৬ ঋণ গ্রহীতাকে ১৫৩ কোটি টাকার ঋণ মন্জুর করলো গ্রামীণ ব্যাংক, উপ মুখ্যমন্ত্রীর প্রশংশা
By Our Correspondent
আগরতলা, ডিসেম্বর ২৯, : ত্রিপুরা গ্রামীণ ব্যাংক- এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে গত 28 ডিসেম্বর রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী হলে এক মেগা ঋণপ্রদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী শ্রী যীষ্ণু দেববর্মণ। সন্মানীয় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নবার্ড ত্রিপুরা রিজিয়নের জেনারেল ম্যানেজার এম আর গোপাল, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক- এর বোর্ড অব ডিরেক্টর তথা রিজার্ভ ব্যাঙ্কের এ জি এম সন্দীপন চ্যাটার্জী, চীফ ম্যানেজার পি এন বি সপ্তক ঘোষাল, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক- এর চেয়ারম্যান শ্রী মহেন্দ্র মোহন গোস্বামী ও জেনারেল ম্যানেজার শ্রী শিশির কুমার রোহাতগী।
ত্রিপুরা গ্রামীন ব্যাংক- এর এট বিবৃতিতে জানানো হয়েছে, এই ঋণপ্রদান শিবিরে ১৮৮৯ জন ঋণ গ্রহীতাকে মোট ৬ কোটি ৩৪ লক্ষ টাকার ঋণ প্রদান করা হয়েছে। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের ৮ টি জেলায় ৬২৮৬ জন ঋণ গ্রহীতাকে মোট ১৫৩ কোটি টাকার ঋণ প্রদান করা হয়।
28 ডিসেম্বরের ঋণ প্রদান শিবিরে বিভিন্ন স্তরের ঋণ গ্রহীতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অনেক অবসরপ্রাপ্ত কর্মীগণও উপস্থিত ছিলেন।
স্বাগত ভাষনে ব্যাংকের চেয়ারম্যান প্রাঞ্জল ভাবে ব্যাংকের শুরু থেকে কিভাবে ধাপে ধাপে উন্নয়ন হয়েছে ও ভবিষ্যত কর্মসূচি কি তা বিশদ ভাবে আলোচনা করেন।
প্রধান অতিথি রাজ্যের উপ মুখ্যমন্ত্রী ব্যাংক- এর কাজের ভুয়সী প্রশংশা করে বলেন এই ব্যাংক যেন রাজ্যের আর্থসামাজিক উন্নয়নে নূতন দিশা দেখাতে পারে। এই ব্যাংক কৃষি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিচ্ছে। সঠিক সময়ে যাতে ঋণ ফেরত দেওয়া হয় সে দিকে নজর দেওয়ার জন্য সব ঋণ গ্রহীতাদের প্রতি তিনি আবেদন জানান।
অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ব্যাংকের ডেভলপমেন্ট বিভাগের প্রধান পায়েল সাহা।