Hare to Whatsapp
টেট-ওয়ান ও টেট-টু পরীক্ষার ফলাফল প্রকাশিত
By Our Correspondent
আগরতলা, ডিসেম্বর ২৩, : টিআরবিটি পরিচালিত টেট-ওয়ান ও টেট-টু পরীক্ষার ফলাফল ২২ ডিসেম্বর, ২০২১ প্রকাশিত হয়েছে। টেট-ওয়ানে রাজ্যে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১১ হাজার ২২১ জন। এরমধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৬১ জন৷ টেট-টু পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১৪ হাজার ৪৩৯ জন। এরমধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৬২৫ জন। সচিবালয়ে নিজ অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানান। তিনি বলেন, এছাড়াও শিক্ষা দপ্তর মাধ্যমিক স্তরের জন্য ১৭৫ জন স্নাতক শিক্ষক চেয়েছিলেন। সেই মোতাবেক ৩ হাজার ২৫ জন পরীক্ষা দিয়েছিলেন এবং উত্তীর্ণ হয়েছেন ৮৯৬ জন। তিনি আরও বলেন, নয়টি বিষয়ের জন্য এসটিপিজিটি ৬৩ জন শিক্ষক চাওয়া হয়েছিলো। এই জন্য পরীক্ষা দিয়েছিলেন ১৬৩ জন। কাট অব মার্কস অর্জন করেছেন ১৪০ জন। শিক্ষামন্ত্রী বলেন, নিয়মানুসারে এখন উত্তীর্ণ পরীক্ষার্থীদের টিআরবিটি নথিপত্র যাচাই করবে এবং তাদের টেট উত্তীর্ণ শংসাপত্র প্রদান করবে। পরবর্তী সময় মেধা তালিকা অনুযায়ী দপ্তর তাদের থেকে শিক্ষক পদে নিয়োগ করবে। এখন এই টেট শংসাপত্রের মেয়াদকাল সারা জীবনের জন্য। তিনি জানান, বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত শিক্ষা দপ্তর পিজিটি, জিটি, ইউজিটি স্তর মিলিয়ে মোট ৩ হাজার ৫৬ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছে। এই মুহূর্তে আরও ২ হাজার ৬২২ জন শিক্ষক শিক্ষিকার প্রয়োজন রয়েছে।