Hare to Whatsapp
ঘনবসতি এলাকায় বিলাতি মদের দোকানে মহিলারা তালা দিলেন
By Our Correspondent
আগরতলা, মার্চ ৪, : কাঞ্চনপুরের নেতাজি নগর হাই স্কুলের যাওয়ার ৩০০ মিটার আগে বিলাতি মদের দোকান বসানো নিয়ে ওই এলাকাবাসী চাঞ্চল্য সৃষ্টি এবং এলাকার প্রায় আড়াই হাজার মতো পরিবার বসবাস করেন তাদের দরকার ছিল রেশন চালের দোকান ওই এলাকা থেকে প্রচুর গরীব মানুষ কাঞ্চনপুর বাজারে এসে রেশন সামগ্রিক গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যেতে হয় কিন্তু রেশন দোকান তো দূরের কথা এখন ওই এলাকায় বিলাতি মদের দোকান বসানোর চেষ্টায় প্রশাসন ও আরো দেখা যায় কাঞ্চনপুরের মহকুমা হাসপাতালের দ্বিতীয় গেটে বিলাতি মদের দোকান এই ব্যাপারগুলি প্রশাসনের নজরে আসেন না বলে জানান কাঞ্চনপুরের জনতা এই ব্যাপারে নেতাজি নগর এলাকা বাসীর পক্ষ থেকে লিখিতভাবে জেলাশাসক কে জানানো হয় ও মহকুমা শাসক কে জানানো হয় এবং কাঞ্চনপুর থানাতেও লিখিতভাবে দেওয়া হয়েছে, দেখা যায় কাঞ্চনপুর এ একই ব্যক্তি অনেক জনের নামে বিলাতি মদের দোকান লাইসেন্স নিয়ে উনি একাই ব্যবসা করে চলে যাচ্ছেন এলাকাবাসীর বক্তব্য এব্যাপারে যাতে মুখ্যমন্ত্রীর যদি নজর দেয় তাহলে তাদের অনেক উপকৃত হবে বলে জানান।