Hare to Whatsapp
ভালোবেসে দৃঢ়তার সঙ্গে করতে পারলে সেই কাজে সফলতা আসেঃ জনজাতি কল্যান মন্ত্রী
By Our Correspondent
আগরতলা, ডিসেম্বর ১৫, : ওয়ানটাইম ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম রাজ্যে প্রথম চালু হয়েছে। এই প্রকল্পে ১ বছরের পেশাগত উচ্চশিক্ষা প্রশিক্ষণের জন্য আর্থিকভাবে পিছিয়ে পড়া এসসি, ওবিসি ও জনজাতি অংশের ছাত্রছাত্রীদের এক বছরে ২টি কিস্তিতে ১ লক্ষ টাকা দেওয়া হবে। ১৪ ডিসেম্বর আগরতলা সুপারিবাগানস্থিত দশরথ ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই স্কিমে জনজাতি ছাত্রছাত্রীদের ২০২০-২১ অর্থবর্ষের প্রথম সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথির ভাষণে জনজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া এই কথা বলেন। তিনি বলেন, এই স্কিম চালু করার প্রধান উদ্দেশ্য হল যেসব ছাত্রছাত্রীদের পারিবারিক আর্থিক অবস্থা দুর্বল সেই আর্থিক দুর্বলতার জন্য দক্ষতা থাকা সত্বেও যারা কিছু শিখতে পারে না কোনও উচ্চশিক্ষার প্রশিক্ষণ নিতে পারে না তাদের আর্থিক সহায়তা দেওয়া। তাদের স্বনির্ভর ও আত্মনির্ভর হওয়ার প্রশিক্ষণে সহায়তা করে কর্মশিক্ষায় প্রশিক্ষিত করে তোলা। তিনি আশা করেন আজ যারা এই সহায়তা পেয়েছে তারা এই আর্থিক সহায়তা নিয়ে ভালো কিছু করবে এবং করার উৎসাহ পাবে। তিনি বলেন, যে কোনও কাজকেই ভালোবেসে দৃঢ়তার সঙ্গে করতে পারলে সেই কাজে সফলতা আসে। তিনি ছাত্রছাত্রীদের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে কোনও বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। যে প্রশিক্ষণ গ্রহণের ফলে তারা নিজের যেন স্বনির্ভর হবেন তেমনি তাদের পরিবারকেও ভালো একটি উপার্জনশীল পরিবার হিসেবে প্রতিষ্ঠা দিতে পারবেন। তিনি জানান, যে কোনও বৃত্তিমূলক প্রশিক্ষণই এখন নেওয়া খুব জরুরি নিজের যোগ্যতারও দক্ষতার প্রমান দিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে তবেই চাকরি পাওয়া যায়। তিনি সকল ছাত্রছাত্রীদের পড়াশুনা ও কর্মশিক্ষায় বেশি শ্রমদিয়ে ভালো কিছু উপার্জন বা লাভের জন্য কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন।