Hare to Whatsapp
আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু, এবছর ২৮৯০২ জন পরীক্ষা দেবে : শিক্ষামন্ত্রী
By Our Correspondent
আগরতলা, ডিসেম্বর ১৫, : ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত টার্ম ওয়ান উচ্চমাধ্যমিক পরীক্ষা। এদিন পর্ষদের উচ্চমাধ্যমিক ও সমতুল মাদ্রাসাফাজিলে কলা এবং ফাজিল থিওলজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে টার্ম ওয়ান মাধ্যমিক ও সমতুল মাদ্রাসা আলিম পরীক্ষা। ১৪ ডিসেম্বর সচিবালয়ে নিজ অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানান। তিনি জানান, এবছর উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ২৮,৯০২ জন। মোট ৪০৬টি বিদ্যালয়ের পরীক্ষার্থী ৬৬টি সেন্টারে পরীক্ষায় বসবে। মাধ্যমিকের ক্ষেত্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩, ১৮০ জন। মোট ১০২৬ বিদ্যালয়ের পরীক্ষার্থী ৮২টি সেন্টারে পরীক্ষায় বসবে। তিনি জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত এবং মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। শিক্ষামন্ত্রী জানান, এবছর উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা টার্ম ওয়ান পরীক্ষা হবে ৫০ নম্বরের ভিত্তিতে। কলা বিভাগের ক্ষেত্রে ৪০ নম্বর থিউরি এবং ১০ নম্বর থাকবে অভ্যন্তরীণ মূল্যায়নের জন্য এবং বিজ্ঞান বিভাগের ক্ষত্রে ৩৫ নম্বর থাকবে থিউরি এবং ১৫ নম্বর থাকবে প্র্যাকটিকাল এর উপর। তিনি জানান, এই টার্ম ওয়ান পরীক্ষার ক্ষেত্রে এবছর মধ্যশিক্ষা পর্ষদ মোট সিলেবাসের ৩০ শতাংশ কমিয়ে ৭০ শতাংশ সিলেবাসোর অর্ধেক অংশের উপর পরীক্ষা নিচ্ছে।